আমদানি করা গমে গরমিল
জিটুজি (গভর্নমেন্ট টু গভর্নমেন্ট) পদ্ধতিতে রাশিয়া থেকে কেনা তিন লাখ মেট্রিক টন গমে প্রায় সাড়ে পাঁচ হাজার মেট্রিক টন কম পাওয়া গেছে। এ নিয়ে রাশিয়ার গম সরবরাহকারী, তাদের স্থানীয় প্রতিনিধি, শিপিং এজেন্ট, শিপিং এজেন্টের স্থানীয় প্রতিনিধি, গম পরিবহনকারী জাহাজ কর্তৃপক্ষের মধ্যে নানা টানাপোড়েন দেখা দিয়েছে।