ইউরোপের ইউক্রেন দূতাবাসগুলোতে ‘ভীতিকর’ উড়ো পার্সেল
ইউরোপের বিভিন্ন দেশে অবস্থিত ১৭টি দূতাবাস কনস্যুলেটে এসব পার্সেল পাঠানো হয়েছে। কুলেবা জানিয়েছেন, স্পেনে অবস্থিত ইউক্রেন দূতাবাস প্রথম এমন পার্সেল পায়। এরপর হাঙ্গেরি, নেদারল্যান্ডস, পোল্যান্ড, ক্রোয়েশিয়া, ইতালি, অস্ট্রিয়াতে ইউক্রেন দূতাবাস এবং নেপলস ও ক্রাকোতে অবস্থিত