Ajker Patrika

পদত্যাগ করলেন তিতে

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১০ ডিসেম্বর ২০২২, ১১: ৩৬
Thumbnail image

কোয়ার্টার ফাইনালে দারুণ খেলেও শেষ পর্যন্ত বিদায় নিতে হয়েছে ব্রাজিলকে। টাইব্রেকারে ৪-২ গোলের পরাজয়ে এখানেই শেষ হয় ব্রাজিলের বিশ্বকাপ অভিযান। দলের পরাজয়ের দায় নিয়ে ব্রাজিল কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন কোচ তিতে।

৬১ বছর বয়সী এই কোচ ম্যাচের পর জানিয়েছেন একটি অধ্যায়ের সমাপ্তির কথা। সাংবাদিকদের তিতে জানান, ‘পরাজয় সব সময়ই যাতনার। কিন্তু আমি এখন শান্তির পথ বেছে নেব। এটি একটি অধ্যায়ের পরিসমাপ্তি।’ 

আরও বছর দেড়েক আগেই তিনি ব্রাজিল ফুটবল ফেডারেশনকে জানিয়েছিলেন, বিশ্বকাপের পর তিনি দলের দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন। আবারও সে কথা জানিয়ে দেন তিতে, ‘আমি আরও বছর দেড়েক আগেই জানিয়ে দিয়েছিলাম, আমি এখানে শুধু জিততেই আসিনি, এখান থেকে ফিরে গিয়ে থেকে যাব এমন নয়।’

ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রথম কোয়ার্টার ফাইনালে ৯০ মিনিট গোলশূন্য হওয়ার পর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত ৩০ মিনিটে ১-১ গোল হলে টাইব্রেকারে গড়ায় ব্রাজিল-ক্রোয়েশিয়া ম্যাচ। ব্রাজিলের হয়ে প্রথম টাইব্রেকার শট মিস করেন রদ্রিগো। চতুর্থ শটে মার কুইন হোসের বল পোস্টে লেগে ফিরে এলে জয় নিশ্চিত হয় ক্রোয়েশিয়ার। 

তিতের পদত্যাগের পর শিগগিরই নতুন কোচ নিয়োগ দেবে না ব্রাজিল ফুটবল ফেডারেশন। আগামী জানুয়ারিতে এ বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত