সমালোচনায় পাত্তা দেননি শান্ত
পারফরম্যানস যেমনই হোক, নাজমুল হোসেন শান্তকে নিয়ে আলাপ-আলোচনা খুবই সাধারণ ব্যাপার। কান পাতলেই শোনা যায়, শান্তকে নিয়ে চলছে বিস্তর সমালোচনা। তবে শান্ত এসব সমালোচনাকে পাত্তা দেননি। গণমাধ্যমকে এমনটা এমনটা জানিয়েছেন এই বাঁহাতি ব্যাটার।