Ajker Patrika

সেরা দলগুলো ভুল থেকে শিক্ষা নেয়, স্টোকস

সেরা দলগুলো ভুল থেকে শিক্ষা নেয়, স্টোকস

সুপার টুয়েলভে আয়ারল্যান্ডের কাছে হেরে সেমিফাইনালের সমীকরণ কঠিন করে তুলেছিল ইংল্যান্ড। ‘পচা শামুকে পা কেটে’ ফেবারিটের তকমা নিয়ে আসা ইংলিশদের আগেভাগেই টুর্নামেন্টকে বিদায় বলতে হয় কি না সেই শঙ্কা জেগেছিল। যদিও আইরিশদের কাছে হারের পর আর কোনো ভুল করেনি ইংল্যান্ড। আজ মেলবোর্নে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জয়ের পর ভুল না করার কারণ জানিয়েছেন বেন স্টোকস।

স্টোকসের মতে, বড় দলগুলো ভুল থেকে শিক্ষা নেয়। সেই শিক্ষা নিয়েই বিশ্বকাপ শিরোপা জয়ের উৎসব করছে ইংলিশরা। ফাইনালে তাঁর ৫২ রানের অপরাজিত ইনিংস ইংল্যান্ডের শিরোপা জয়ের কাজটা সহজ করে দেয়। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নিজের চেয়ে দলের ঘুরে দাঁড়িয়ে শিরোপা জেতার ব্যাপারটাই বেশি তুলে ধরেন স্টোকস।

স্টোকস বলেন, ‘টুর্নামেন্টের শুরুর দিকে এটা (আয়ারল্যান্ডের বিপক্ষে হার) হওয়াতে ভুল শোধরানোর সুযোগ পাওয়া গেছে। এ ধরনের টুর্নামেন্টে আপনি কখনো ভুল ত্রুটি নিয়ে সামনে এগোতে পারেন না। আয়ারল্যান্ডকে কৃতিত্ব দিতে হয় কারণ তারা আমাদের হারিয়েছে এবং জাগিয়ে দিয়েছে। সেরা দলগুলো ভুল থেকে শিক্ষা নেয় এবং পরবর্তী চ্যালেঞ্জের জন্য অপেক্ষা করে।।’

ইংল্যান্ডের শিরোপা জয়ের কাজটা মূলত সহজ করে দেন বোলাররা। শুরু থেকে দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তান ব্যাটারদের খুব একটা সুযোগ দেননি স্যাম কারান ও আদিল রশিদরা। শিরোপা জেতা ম্যাচে বোলারদের কৃতিত্ব দিতে ভোলেননি স্টোকস। তিনি বলেন, ‘ফাইনালে বিশেষ করে আপনি যখন রান তাড়া করবেন…আপনি সম্ভবত ভুলে যাবেন এর আগের সব কঠোর পরিশ্রম, কীভাবে আমরা বল করেছি। আদিল রশিদ ও স্যাম কারান আমাদের ম্যাচ জিতিয়েছে। উইকেট কিছুটা ট্রিকি ছিল, সেখানে পাকিস্তানকে ১৩০ এর আশপাশে আটকানোর কৃতিত্ব বোলারদের প্রাপ্য।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৫

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত