সিভিতে নিজস্বতা ফুটিয়ে তোলা দরকার
ক্যান্ডি ও চুইংগাম প্রস্তুতকারক প্রতিষ্ঠান পারফেট্টি ভ্যান মেলে বাংলাদেশ প্রাইভেট লিমিটেড। ইতালীয় মালিকানাধীন প্রতিষ্ঠানটির প্রধান তিনটি গ্লোবাল ব্র্যান্ড হলো—এলপেনলিবে, মেন্টোস ও চুপাচুপস। আঞ্চলিক ব্র্যান্ডগুলোর মধ্যে এয়ার হেড, সেন্টার ফ্রুট, বিগ বাবল, গোলিয়া, স্মিন্ট, হ্যাপিডেন্ট অন্যতম। প্রতিষ্ঠা