Ajker Patrika

প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ভিত্তিক চূড়ান্ত মডেল টেস্ট-৫৪

গাজী মিজানুর রহমান
আপডেট : ২১ মে ২০২২, ১০: ০৭
প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ভিত্তিক চূড়ান্ত মডেল টেস্ট-৫৪

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় আবেদনকারী প্রিয় পরীক্ষার্থী বন্ধুরা। আপনাদের প্রস্তুতি এগিয়ে রাখতে নিয়মিত আজকের পত্রিকার সহায়িকা পাতায় থাকছে ধারাবাহিক মডেল টেস্ট। আজ বাংলা সাহিত্য বিষয়ের ওপর একটি চূড়ান্ত মডেল টেস্ট তুলে ধরা হলো।

১. জীবনানন্দ দাশকে ‘নির্জনতার কবি’ হিসেবে আখ্যায়িত করেছেন কে?
    (ক) কুসুমকুমারী দাশ
    (খ) রবীন্দ্রনাথ ঠাকুর
    (গ) কায়কোবাদ
    (ঘ) বুদ্ধদেব বসু

২. বাঙালি মুসলিম সাহিত্যিকদের মধ্যে প্রথম মহাকাব্যের রচয়িতা কে?
    (ক) ফররুখ আহমদ
    (খ) মুনীর চৌধুরী
    (গ) শাহ মুহাম্মদ সগীর
    (ঘ) কায়কোবাদ

৩. বাংলাদেশে নতুন ধারার নাটকের পথিকৃৎ বলা হয় কাকে?
    (ক) মুনীর চৌধুরী
    (খ) হুমায়ূন আহমেদ
    (গ) আব্দুল্লাহ আল মামুন
    (ঘ) সেলিম আল দীন

৪. ‘ওরা কদম আলী’ নাটকটির রচয়িতা কে?
    (ক) মুনীর চৌধুরী
    (খ) হুমায়ূন আহমেদ
    (গ) সেলিম আল দীন
    (ঘ) মামুনুর রশিদ

৫. ‘পূর্ব-পশ্চিম’ উপন্যাসটির রচয়িতা কে?
    ক) সুনীল গঙ্গোপাধ্যায়
    খ) আলাউদ্দিন আল আজাদ
    গ) রিজিয়া রহমান
    ঘ) সেলিনা হোসেন

৬. রবীন্দ্রনাথ ঠাকুরের রাজনৈতিক প্রবন্ধ সংকলন কোনটি?
    (ক) বিশ্বপরিচয়
    (খ) ডাকঘর
    (গ) কালান্তর
    (ঘ) বৈকুণ্ঠের খাতা

৭. ‘গীতাঞ্জলি’ কাব্যটি ইংরেজিতে অনুবাদ করা হয় কত সালে?
    (ক) ১৯১০            (খ) ১৯১১
    (গ) ১৯১২            (ঘ) ১৯১৩

৮. ‘শবনম’ উপন্যাসটির রচয়িতা কে?
    ক) আবুল ফজল
    খ) নীলিমা ইব্রাহিম
    গ) সৈয়দ মুজতবা আলী
    ঘ) সমরেশ মজুমদার

৯. নিচের কোনটি  নজরুল ইসলাম ইসলাম সম্পাদিত পত্রিকা নয়?
    (ক) নবযুগ            (খ) লাঙ্গল
    (গ) ধূমকেতু            (ঘ) ঝিঙে ফুল

১০. ‘চলে মুসাফির’ ভ্রমণ কাহিনিটি কার লেখা?
    (ক) জসিম উদ্‌দীন
    (খ) সৈয়দ মুজতবা আলী
    (গ) সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    (ঘ) হুমায়ূন আহমেদ

১১. কোন গ্রন্থটিকে বৈষ্ণব পদাবলীর আধুনিক পরিণতি বলা হয়?
    (ক) বীরাঙ্গনা            (খ) শর্মিষ্ঠা
    (গ) কৃষ্ণকুমারী
    (ঘ) ব্রজাঙ্গনা

১২. মহাকবি হোমারের ‘ইলিয়াড’-এর বঙ্গানুবাদ কোনটি?
    (ক) বীরাঙ্গনা
    (খ) চতুর্দশপদী কবিতাবলী
    (গ) হেক্টরবধ
    (ঘ) শর্মিষ্ঠা

১৩. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কী?
    (ক) নীললোহিত
    (খ) ভানুসিংহ
    (গ) কমলাকান্ত
    (ঘ) বিপ্রদাস

১৪. ছিয়াত্তরের মন্বন্তরের পটভূমিতে কোন উপন্যাসটি রচিত?
    (ক) সীতারাম
    (খ) দেবী চৌধুরানী
    (গ) আনন্দমঠ
    (ঘ) দুর্গেশনন্দিনী

১৫. নূরজাহান নাটকটির রচয়িতা কে?
    ক) দ্বিজেন্দ্রলাল রায়
    খ) সিকান্দার আবু জাফর
    গ) প্রিন্সিপাল ইব্রাহিম খাঁ
    ঘ) আসকার ইবনে শাইখ

১৬. বাংলা সাহিত্যের প্রথম ভ্রমণ কাহিনি কোনটি?
    ক) দেশে-বিদেশে
    খ) পালামৌ
    গ) বিলাতে সাড়ে সাত শ দিন
    ঘ) চলে মুসাফির

১৭. কোন প্রবন্ধ গ্রন্থটি কাজী নজরুল ইসলামের রচনা নয়?
    ক) যুগবাণী
    খ) রাজবন্দীর জবানবন্দী
    গ) রুদ্রমঙ্গল
    ঘ) কালান্তর

১৮. বাংলা ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন কে?
    ক) ম্যানুয়েল দ্য আসসুম্পসাও
    খ) নাথানিয়েল ব্রাসি হ্যালহেড
    গ) রাজা রামমোহন রায়
    ঘ) ড. মুহম্মদ শহীদুল্লাহ

১৯. ‘জীবন থেকে নেয়া’ বিখ্যাত চলচ্চিত্রটি কার?
    ক) জহির রায়হান
    খ) চাষী নজরুল ইসলাম
    গ) খান আতাউর রহমান
    ঘ) তানভীর মোকাম্মেল

২০. বাংলা সাহিত্যের প্রথম নাটক কোনটি?
    ক) ভদ্রার্জুন
    খ) কুলীনকুল সর্বস্ব
    গ) প্রফুল্ল
    ঘ) মায়াবী প্রহর

উত্তরমালা: ১. ঘ ২. ঘ ৩. ঘ ৪. ঘ ৫. ক ৬. গ ৭. গ ৮. গ ৯. ঘ ১০. ক ১১. ঘ ১২. গ ১৩. গ ১৪. গ ১৫. ক ১৬. খ ১৭. ঘ ১৮. গ ১৯. ক ২০. ক।

গাজী মিজানুর রহমান, ৩৫ তম বিসিএস ক্যাডার

শিক্ষা সর্ম্পকিত পড়ুন:

  • প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ভিত্তিক চূড়ান্ত মডেল টেস্ট ০১-৫৩ পর্যন্ত - এখানে ক্লিক করুন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

কর্মী নেবে সজীব গ্রুপ, ৩৫ বছরেও করা যাবে আবেদন

চাকরি ডেস্ক 
কর্মী নেবে সজীব গ্রুপ, ৩৫ বছরেও করা যাবে আবেদন

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান সজীব গ্রুপ। প্রতিষ্ঠানটির ফুড অ্যান্ড বেভারেজ বিভাগের শূন্য পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ২৭ অক্টোবর এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদের নাম: জোনাল সেলস ইনচার্জ, জেডএসআই (ফুড অ্যান্ড বেভারেজ)।

পদসংখ্যা: নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতা: বিবিএ অথবা এমবিএ।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বনিম্ন ০২ থেকে ০৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

চাকরির ধরন: ফুল টাইম।

প্রার্থীর ধরন: আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন।

কর্মক্ষেত্র: অফিসে।

বয়সসীমা: ২৫–৩৫ বছর।

কর্মস্থল: বাংলাদেশের যে কোনো স্থানে।

বেতন: আলোচনা সাপেক্ষে। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও সুযোগ–সুবিধার ব্যবস্থা রয়েছে।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ২৫ নভেম্বর, ২০২৫।

সূত্র: বিজ্ঞপ্তি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

অফিসার পদে নিয়োগ দেবে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল

চাকরি ডেস্ক 
অফিসার পদে নিয়োগ দেবে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দ্য ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি। প্রতিষ্ঠানটিতে ‘মেডিকেল প্রমোশন অফিসার’ পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ২৮ অক্টোবর অক্টোবর এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদের নাম: মেডিকেল প্রমোশন অফিসার।

পদসংখ্যা: নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক/সমমানের ডিগ্রি।

চাকরির ধরন: ফুল টাইম।

প্রার্থীর ধরন: আগ্রহী শুধু পুরুষ পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।

কর্মক্ষেত্র: অফিসে।

বয়সসীমা: ২২ থেকে ৩২ বছর ।

কর্মস্থল: বাংলাদেশের যে কোনো স্থানে।

বেতন: আলোচনা সাপেক্ষে।

সুযোগ–সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী টি/এ, মোবাইল বিল, চিকিৎসা ভাতা, কর্মক্ষমতা বোনাস, লাভের ভাগ, প্রভিডেন্ট তহবিল, গ্র্যাচুইটির ব্যবস্থা রয়েছে।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ১০ নভেম্বর, ২০২৫।

সূত্র: বিজ্ঞপ্তি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

ওয়ান ব্যাংকে চাকরি, জানতে হবে ওয়ার্ড–এক্সেলের কাজ

চাকরি ডেস্ক 
ওয়ান ব্যাংকে চাকরি, জানতে হবে ওয়ার্ড–এক্সেলের কাজ

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ান ব্যাংক পিএলসি। বেসরকারি খাতের বাণিজ্যিক ব্যাংকটির ইসলামি ব্যাংকিং ডিভিশন বিভাগের শূন্য পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ২৯ অক্টোবর এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: সিনিয়র অফিসার টু প্রিন্সিপাল অফিসার, (ইসলামি ব্যাংকিং ডিভিশন)।

পদসংখ্যা: ২টি।

শিক্ষাগত যোগ্যতা: এমবিএ অথবা স্নাতকোত্তর ডিগ্রি।

অন্যান্য যোগ্যতা: এমএস অফিস, এক্সেল ইত্যাদি কম্পিউটার অ্যাপ্লিকেশন সম্পর্কে সঠিক জ্ঞান থাকতে হবে।

অভিজ্ঞতা: কমপক্ষে ৫ বছর।

চাকরির ধরন: ফুলটাইম।

কর্মক্ষেত্র: অফিসে।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয় ধরনের প্রার্থীরা আবেদন করতে পারবেন।

বয়সসীমা: নির্ধারিত নয়।

কর্মস্থল: ঢাকা।

বেতন: আলোচনা সাপেক্ষে।

সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী বেতন ছাড়াও আরও সুযোগ–সুবিধার ব্যবস্থা রয়েছে।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ১২ নভেম্বর, ২০২৫।

সূত্র বিজ্ঞপ্তি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

হাইড্রোকার্বন ইউনিটে নিয়োগ পরীক্ষর ফল প্রকাশ

চাকরি ডেস্ক 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন হাইড্রোকার্বন ইউনিটের বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে তিনজন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। পিএসসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পদগুলো হলো সহকারী পরিচালক (রিজার্ভয়ার ও উৎপাদন) (৯ম গ্রেড), সহকারী পরিচালক (মাইনিং) (৯ম গ্রেড) এবং সহকারী পরিচালক (আইসিটি) (৯ম গ্রেড)। এসব পদে উত্তীর্ণ প্রার্থীদের রেজিস্ট্রেশন নম্বর প্রতিষ্ঠানটির অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

প্রার্থী কর্তৃক আবেদনপত্রের সঙ্গে প্রদত্ত সব তথ্য, ডকুমেন্টস, সনদ ইত্যাদি বিজ্ঞাপনের শর্ত এবং আবেদনপত্রে প্রদত্ত অঙ্গীকারনামার ভিত্তিতে কর্ম কমিশন প্রার্থীদের এই শর্তে সাময়িকভাবে মনোনীত করেছে যে, নিয়োগের আগে নিয়োগকারী কর্তৃপক্ষ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রার্থীর সব সনদ, ডকুমেন্টস ও কাগজপত্রের সত্যতা যাচাইপূর্বক নিশ্চিত হয়ে চূড়ান্ত নিয়োগ প্রদান করবে।

পিএসসি কর্তৃক সাময়িকভাবে মনোনীত প্রার্থীদের পরবর্তী সময়ে কোনো ত্রুটি পরিলক্ষিত হলে ওই প্রার্থীর সাময়িক মনোনয়ন বাতিল বলে গণ্য হবে। তা ছাড়া ক্ষেত্রবিশেষে প্রার্থীকে ফৌজদারি আইনে সোপর্দ করা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত