সময়কে পরিচালনা করবেন যেভাবে
সময় ব্যবস্থাপনা প্রতিটি পেশায় খুব জরুরি বিষয়। এটি একমাত্র সম্পদ, যা সবারই প্রতিদিন সমান পরিমাণে থাকে। সময়ের অপচয় যেমন মানুষকে দুর্বল করে, আবার এর সঠিক ব্যবস্থাপনাও পৌঁছে দিতে পারে উন্নতির শিখরে। কীভাবে সহজেই সময় ব্যবস্থাপনায় পারদর্শী হওয়া যায়, তা নিয়ে থাকছে আজকের আলোচনা।