সিআইবি রিপোর্ট বদলাতে পারবে না ব্যাংক, ঋণখেলাপি নিয়ন্ত্রণে কঠোর গভর্নর
ঋণখেলাপিদের ধরতে কঠোর হচ্ছেন গভর্নর। এ জন্য ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (সিআইবি) তথ্য ধরেই আগানোর চিন্তা করছে কেন্দ্রীয় ব্যাংক। কিন্তু এ ক্ষেত্রে রয়ে গেছে একটি বিপত্তি। তা হলো, বাণিজ্যিক ব্যাংকগুলোর সিআইবিতে সরাসরি তথ্য আপলোডের ক্ষমতা। সিআইবির ড্যাশবোর্ডে সরাসরি তথ্য আপলোড করার সুযোগ থাকায় ব্যাংক কর্তৃ