তলিয়েছে আউশের খেত, ক্ষতিগ্রস্ত সবজি ও মাছ
টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে হবিগঞ্জে আউশ ধানের খেত তলিয়ে গেছে। এতে করে সদর, লাখাই, আজমিরীগঞ্জ, মাধবপুর, নবীগঞ্জ ও বানিয়াচং উপজেলায় ব্যাপক ক্ষতি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। পাশাপাশি মৌসুমি শাকসবজি ও মাছের খামারও ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষি বিভাগ বলছে, প্রকৃত ক্ষতির পরিমাণ জানতে এক সপ্তাহ অপেক্ষা করতে হবে।