শেখ হাসিনার আমলে কৃষকেরা মায়ের কোলে আছে: মতিয়া চৌধুরী
ভিক্ষা বা ত্রাণের জন্য নয়, পকেটের পয়সা নিয়ে সার নিতে গিয়েছিল কৃষকেরা। কিন্তু তৎকালীন বিএনপি সরকার পুলিশ দিয়ে কৃষকের গুলি করে মেরেছে। কৃষকের রক্তে দেশের মাটি লাল হয়েছে। এখন শেখ হাসিনার আমলে কৃষকেরা মায়ের কোলে আছে।