Ajker Patrika

শোক দিবসের তবারক নিয়ে সংঘর্ষ, চেয়ার ছোড়াছুড়ি

প্রতিনিধি, সাভার
শোক দিবসের তবারক নিয়ে সংঘর্ষ, চেয়ার ছোড়াছুড়ি

শোক দিবস উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলের তবারক বিতরণ নিয়ে চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে। আশুলিয়ায় কৃষক লীগের উদ্যোগে এ মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। খাবার বিতরণের সময় নেতাকর্মীরা হুড়োহুড়ি শুরু করায় খাবার বিতরণকারীরা এমনটি ঘটায় বলে জানা গেছে। 

আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকার এলাহী কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে। তবে কেউ আহত হননি। 

জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে জাতীয় কৃষক লীগ আশুলিয়া থানা কমিটি। দোয়া মাহফিল শেষে খাবার বিতরণকালে দুই পক্ষ খাবার নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। চেয়ার ছুড়ে ফেলেন কর্মীরা। হাতাহাতির এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এগিয়ে আসেন আশুলিয়া থানা কৃষকলীগ সভাপতি মো. মহসিন করিম। তাঁর সঙ্গেও বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন কর্মীরা। শেষ পর্যন্ত খাবার বিতরণ বন্ধ রেখে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হয়। 

দোয়া মাহফিল শেষে তবারক বিতরণের সময় লেগে যায় সংঘর্ষপ্রতক্ষদর্শী মাসুম বলেন, আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠান শেষে ঘটনাস্থল ত্যাগ করেন। এরপর খাবার বিতরণ শুরু হয়। এ সময় খাবার বিতরণকে কেন্দ্র করে বাকবিতণ্ডা ও চেয়ার ছোড়াছুড়ি শুরু হয়। অন্য লোকজন ভয়ে ছোটাছুটি করতে থাকে। 

এ ব্যাপারে জাতীয় কৃষক লীগ আশুলিয়া থানা কমিটির সভাপতি মহসিনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি। এক পর্যায়ের ফোনই বন্ধ করে দেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত