নির্জনতার সুখ
ঢাকা থেকে অল্প কিছুদিনের জন্য কুলাউড়ায়। রাজধানীর জীবনধারা থেকে প্রান্তের এই ছোট্ট লোকালয়ের জীবনধারা যে এতটা বদলে যেতে পারে, সেটা জানা ছিল না। করোনা যখন ছড়াচ্ছিল তার ভয়াল থাবা, তখন কিছু সময়ের জন্য ঢাকা ছিল যানজটমুক্ত। কিন্তু সেটা যে আসল ঢাকা নয়, তা তো বোঝা যাচ্ছে আবার জ্যামে আটকে থাকার সময় শুরু হয়ে য