কুবির ফয়জুন্নেসা হলের ফ্রিজ নষ্ট, ছাত্রীদের ভোগান্তি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নবাব ফয়জুন্নেসা চৌধুরানী হলের ফ্রিজ এক বছরের বেশি সময় নষ্ট হয়ে পড়ে আছে। এতে বিপাকে পড়েছেন ছাত্রীরা। বাধ্য হয়ে তাঁদের দৈনিক ৫ টাকা এবং মাসিক ১০০ টাকা ভাড়া দিয়ে হলের পাশের দোকানগুলোর ফ্রিজে কাঁচা মাছ-গোশত, তরকারি রাখতে হচ্ছে।