কুবি প্রতিনিধি
মোটরসাইকেল দুর্ঘটনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দুজন শিক্ষার্থীসহ তিনজন আহত হয়েছেন। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে কুমিল্লার বিজয়পুর রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রয়েছেন কুবির অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন স্টাডিজ বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী হাবিব হৃদয়, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের দশম ব্যাচের শিক্ষার্থী আরিফুল ইসলাম এবং একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা সাইফুল। এর মধ্যে হাবিব আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা ট্রমা সেন্টারের আইসিইউতে ভর্তি আছেন।
এ ব্যাপারে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি চিপ মেডিকেল অফিসার ডা. মাহমুদুল হাসান খান বলেন, ‘আমি ট্রমা হাসপাতালের ডিউটি ডাক্তারদের সঙ্গে কথা বলে জেনেছি, তাঁর অবস্থা খুবই সংকটাপন্ন। এ ধরনের রোগীর ৪৮ থেকে ৭২ ঘণ্টা পর্যন্ত ক্রিটিক্যাল সময়। তাঁর মাথার খুলির সামনের দুইটা পার্ট ভেঙে গেছে। বর্তমান তাঁর জ্ঞান যায় আবার আসে—এমন অবস্থায় আছে। আমাদের বিসিএফ বা কমা স্কেলের রেটিং ১৫ পর্যন্ত নরমাল। কিন্তু তার ১০ অথবা ১২ হচ্ছে।’
এ দুর্ঘটনায় মুখে ও পায়ে আঘাত পেয়েছেন আরিফুল ইসলাম। তিনি বলেন, ‘আমরা ১০-১২ জন কয়েকটা মোটরসাইকেলে করে একসঙ্গে যাচ্ছিলাম। এর মধ্যে বিজয়পুর রেলক্রসিংয়ের দিকে মোড় ঘুরতে গিয়ে আমাদের বাইকটা রেলক্রসিংয়ের সঙ্গে যে ছোট ছোট পিলারগুলো থাকে, তার সঙ্গে ধাক্কা লাগে। হাবিব বাইক চালাচ্ছিল, সাইফুল ভাই ও আমি পেছনে ছিলাম।’
এ বিষয়ে প্রক্টর কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, ‘বিষয়টা বিশ্ববিদ্যালয়ের বাইরে হলেও আমি খোঁজ-খবর নিয়ে দেখছি। যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয় তাহলে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হিসেবে তা করা হবে।’
মোটরসাইকেল দুর্ঘটনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দুজন শিক্ষার্থীসহ তিনজন আহত হয়েছেন। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে কুমিল্লার বিজয়পুর রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রয়েছেন কুবির অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন স্টাডিজ বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী হাবিব হৃদয়, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের দশম ব্যাচের শিক্ষার্থী আরিফুল ইসলাম এবং একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা সাইফুল। এর মধ্যে হাবিব আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা ট্রমা সেন্টারের আইসিইউতে ভর্তি আছেন।
এ ব্যাপারে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি চিপ মেডিকেল অফিসার ডা. মাহমুদুল হাসান খান বলেন, ‘আমি ট্রমা হাসপাতালের ডিউটি ডাক্তারদের সঙ্গে কথা বলে জেনেছি, তাঁর অবস্থা খুবই সংকটাপন্ন। এ ধরনের রোগীর ৪৮ থেকে ৭২ ঘণ্টা পর্যন্ত ক্রিটিক্যাল সময়। তাঁর মাথার খুলির সামনের দুইটা পার্ট ভেঙে গেছে। বর্তমান তাঁর জ্ঞান যায় আবার আসে—এমন অবস্থায় আছে। আমাদের বিসিএফ বা কমা স্কেলের রেটিং ১৫ পর্যন্ত নরমাল। কিন্তু তার ১০ অথবা ১২ হচ্ছে।’
এ দুর্ঘটনায় মুখে ও পায়ে আঘাত পেয়েছেন আরিফুল ইসলাম। তিনি বলেন, ‘আমরা ১০-১২ জন কয়েকটা মোটরসাইকেলে করে একসঙ্গে যাচ্ছিলাম। এর মধ্যে বিজয়পুর রেলক্রসিংয়ের দিকে মোড় ঘুরতে গিয়ে আমাদের বাইকটা রেলক্রসিংয়ের সঙ্গে যে ছোট ছোট পিলারগুলো থাকে, তার সঙ্গে ধাক্কা লাগে। হাবিব বাইক চালাচ্ছিল, সাইফুল ভাই ও আমি পেছনে ছিলাম।’
এ বিষয়ে প্রক্টর কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, ‘বিষয়টা বিশ্ববিদ্যালয়ের বাইরে হলেও আমি খোঁজ-খবর নিয়ে দেখছি। যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয় তাহলে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হিসেবে তা করা হবে।’
প্রতিষ্ঠার পরের বছর থেকে (২০২২ সাল) একাডেমিক কার্যক্রম শুরু করে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়। তবে তা নিজস্ব ক্যাম্পাসে নয়, কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজের ১০ তলা ভবনের তৃতীয় ও চতুর্থ তলায়। কথা ছিল নির্দিষ্ট সময় পর নিজস্ব ক্যাম্পাসে চলে যাবে, কিন্তু তা হয়নি।
৩ ঘণ্টা আগেসিরাজগঞ্জের কাজীপুর উপজেলার চরাঞ্চল তেকানীতে সাড়ে তিন কিলোমিটার মাটির বাঁধ নির্মাণকাজ শুরু হয় ২০২৪ সালের মার্চে। স্থানীয়দের দাবির পর আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয়ের মৌখিক নির্দেশে এ কাজ শুরু হয়।
৩ ঘণ্টা আগেগ্রামীণ জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে প্রশিক্ষণ, গবেষণা ও পরামর্শ দিতে প্রতিষ্ঠিত হয়েছে জামালপুর পল্লী উন্নয়ন একাডেমি। কিন্তু গত দুই বছরেও সেখানে কোনো কার্যক্রম শুরু হয়নি। প্রতিষ্ঠানটিতে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়।
৫ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের সাবেক ও বর্তমান দুই ইউপি সদস্যের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২ আগস্ট) সকালে ইউনিয়নের ইজারকান্দি গ্রামের তোফাজ্জল হোসেন এবং হক মিয়ার বাড়িতে এ হামলা হয়।
৬ ঘণ্টা আগে