মিরপুরে নৃশংস খুন: সাবেক এমপি আউয়াল আটকের খবর
গত ১৬মে বিকাল ৪টায় সুমন ও টিটু নামে দুই যুবক সাহিনুদ্দিনকে জমির বিরোধ মেটানোর কথা বলে ডেকে নেয়। ছয় বছরের ছেলেকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে মোটরবাইকে করে রওয়ানা করেন সাহিনুদ্দিন। পল্লবীর ডি-ব্লকের ৩১ নম্বর সড়কের ৪০ নম্বর বাসার সামনে পৌঁছালে সুমন ও টিটুসহ ১৪/১৫ জন মিলে তাঁকে টেনে হিঁচড়ে ওই বাড়ির গ্যারেজে জ