ট্রলারে ১০ লাশ: দৃশ্যপটে নতুন ট্রলার, আলোচনায় ৮ জন
কক্সবাজার উপকূলে এক ট্রলার থেকে ১০ লাশ উদ্ধারের ঘটনায় প্রতিদিন জানা যাচ্ছে নতুন তথ্য। ঘটনার পর ধীরে ধীরে বের হয়, ওটা জলদস্যুদের ট্রলার এবং নিহতরা সবাই জলদস্যু। মাছ-জাল লুটে নেওয়ায় ক্ষুব্ধ জেলে-মাঝিরা তাঁদের হত্যা করেন। এবার দৃশ্যপটে এসেছে আরও একটি ট্রলার