বগুড়ার তিন গ্রামের তালপাখার খ্যাতি দেশজুড়ে
বগুড়ার কাহালু উপজেলার আড়োলা, যোগীর ভবন ও আতাইলপাড়া গ্রামের তালপাতার তৈরি হাতপাখার খ্যাতি দেশজুড়ে। প্রতি বছর আশ্বিন মাস থেকে শুরু হয় এ তালপাখা তৈরির কাজ। চৈত্র মাস থেকে ভাদ্র মাস পর্যন্ত চলে বিক্রি। এবার গতবারের চেয়ে অন্তত কয়েক লাখ পাখা বেশি বিক্রির আশা করছেন কারিগররা।