Ajker Patrika

নির্বাচনী প্রচারে নামার আগে পুলিশের কাছে নিরাপত্তা চাইলেন হিরো আলম

বগুড়া প্রতিনিধি
আপডেট : ২১ ডিসেম্বর ২০২৩, ১৭: ২৫
নির্বাচনী প্রচারে নামার আগে পুলিশের কাছে নিরাপত্তা চাইলেন হিরো আলম

দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনী প্রচারণায় নামার আগে পুলিশ সুপারের কাছে নিরাপত্তা চেয়েছেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য প্রার্থী আশরাফুল ইসলাম ওরফে হিরো আলম। আজ বৃহস্পতিবার বেলা ৩টার দিকে তিনি বগুড়া পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করেন।

তিনি বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হিসেবে ডাব প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়েছেন। তবে হামলার আশঙ্কায় তিনি এখনো প্রচারণায় নামেননি। আগামীকাল শুক্রবার থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন বলে জানান হিরো আলম। পরে পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী ও সংসদ সদস্য প্রার্থী হিরো আলমকে নিয়ে তাঁর সম্মেলনকক্ষে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। 

এ সময় হিরো আলম বলেন, ‘আগামীকাল শুক্রবার থেকে প্রচারণায় নামব। এর আগে আমার ওপরে হামলা হয়েছে। এ জন্য শঙ্কা নিয়ে পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি। নির্বাচনী প্রচারণায় বাধা পেলে যাতে কাহালু ও নন্দীগ্রাম থানা-পুলিশ তাৎক্ষণিক সহযোগিতা করতে পারে এ জন্য এখানে আসা।’ 

পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বলেন, ‘আশরাফুল আলম একজন সংসদ সদস্য প্রার্থী। ওনার প্রচারণা থেকে শুরু করে নির্বাচন অবধি নিরাপত্তার দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। শুধু উনিই নন, বগুড়ার সাতটি সংসদীয় আসনের সব প্রার্থীর নিরাপত্তা নিশ্চিতে পুলিশ প্রস্তুত আছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চন্দ্রগ্রহণের সময় মুমিনের করণীয় আমল

চন্দ্রগ্রহণ চলছে, ব্লাড মুন দেখা যাবে রাত সাড়ে ১১টায়

শেখ হাসিনার শত্রু ছিলাম, তাঁকে বের করেছি, তাঁর ভাগনির চাকরি খেয়েছি: ববি হাজ্জাজ

বেতন চাইলে গৃহকর্মীদের পিস্তল দেখান সাবেক অতিরিক্ত আইজিপি শামসুদ্দোহা, ৯৯৯-এ কল পেয়ে গ্রেপ্তার

তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং: বিমানের সঙ্গে থাকবে বিদেশি কোম্পানি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত