কারিনা কাপুরের এ দৃশ্যটি রোনালদোর ‘কোকাকোলা’–কাণ্ডের সঙ্গে মিলে যায়
সংবাদ সম্মেলন শুরু হবে। ক্রিস্টিয়ানো রোনালদো চেয়ারে বসলেন। শরীরটাকে পেছনে ঠেলে দিয়ে, চেয়ারে ভর করে, একবার দুলে সোজা হলেন। এখন রোনালদো এমন এক কাণ্ড করে বসবেন, যাতে বিরাট ব্যাপার ঘটে যাবে। টেবিলের কোনায় থাকবে তিনটি বোতল।