বিনোদন ডেস্ক
দৃশ্য এক
সংবাদ সম্মেলন শুরু হবে। ক্রিস্টিয়ানো রোনালদো চেয়ারে বসলেন। শরীরটাকে পেছনে ঠেলে দিয়ে, চেয়ারে ভর করে, একবার দুলে সোজা হলেন। এখন রোনালদো এমন এক কাণ্ড করে বসবেন, যাতে বিরাট ব্যাপার ঘটে যাবে। টেবিলের কোনায় থাকবে তিনটি বোতল। দুটি কোকাকোলার। আরেকটি পানির। এদিক–ওদিক তাকিয়ে, খুব স্বাভাবিকভাবেই রোনালদো কোকাকোলার বোতল দুটি সরিয়ে, একেবারে ফ্রেমের বাইরে পাঠিয়ে দেবেন।
রোনালদো তা–ই করলেন।
দুনিয়া তোলপাড় হয়ে গেল।
আমেরিকার কোমল পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান কোকাকোলার খুব ক্ষতি হয়ে গেল কয়েক সেকেন্ডের এই ঘটনায়। শেয়ার ধস হলো। লোকসান হলো বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৪ হাজার কোটি টাকা। ভাবা যায়!
দেখুন রোনালদোর দুনিয়া তোলপাড় করা সেই ঘটনা
দৃশ্য দুই
একটা মেয়ে এত্তগুলো লাগেজ নিয়ে ট্রেনে উঠল একেবারে শেষ মুহূর্তে। যখন ট্রেন এই-ই ছেড়ে দিলপ্রায়, আরেকটা ছেলের খুব মন খারাপ। ডিপ্রেশনের চূড়ান্ত সীমায়। আজ সে কিছু একটা করেই ফেলবে! এই ছেলেটার সঙ্গে ওই মেয়েটা, যেহেতু সে প্রচণ্ড রকমের বাচাল, এটা–ওটা বলতেই থাকে। বলতেই থাকে। ছেলেটার ভালোই লাগে না।
ছেলেটা ট্রেন থেকে নেমে গিয়েছিল মাঝরাতে। তাকে ফিরিয়ে আনতে গিয়ে মেয়েটা ট্রেন ফেল করে। এসব ঘটনার মধ্য দিয়ে তাদের সম্পর্ক বড় হচ্ছে একটু একটু করে। তারপর তারা খুব ঝক্কি-ঝামেলা করে পরের স্টেশনে গিয়ে ট্রেনটা পায়।
মেয়েটা তো এতক্ষণ চিন্তায় অস্থির ছিল। এবার হাঁফ ছেড়ে বাঁচল।
তারপরই সেই ঘটনাটা।
রোনালদো যা যা করলেন ওই দিন সাইলেন্ট মুডে, তারই যেন সোচ্চার ধারাভাষ্য শহিদ-কারিনার ‘জব উই মেট’–এর একটা সংলাপ।
ওই সিনেমায় কারিনা কাপুর স্টেশনের দোকান থেকে পানির বোতল নিয়ে বলেন, ‘কোলা, সোডা সব আপনি জায়গা পার হ্যায়। পার পানি কা কাম পানি হি কারতা হ্যায়।’ হিন্দি বাক্যটি বোঝাচ্ছে– তৃষ্ণা মেটানোর কাজটা শুধু পানিই করতে পারে। কোকাকোলা কিংবা সোডার কাজ অন্য কিছু।
দুটি দৃশ্যের মধ্যে এই কাকতালীয় মিল খুঁজে বের করেছে ‘বেস্ট ফিল্মস লাইনস’ নামের একটি গ্রুপ। ওই দৃশ্যের স্ক্রিনশট দিয়ে বানানো হয়েছে মিমি। সেটা ইনস্টাগ্রাম স্টোরিতে আপলোড করেছেন কারিনা কাপুর খান।
রোনালদো আর কারিনা। দুটি ঘটনা। একটা বাস্তবে, অন্যটা সিনেমায়। দুই ঘটনার বক্তব্য একই। রোনালদো যেটা করে দেখিয়েছেন। কারিনা সেটা সিনেমায় বলেছেন।
‘জব উই মেট’ ২০০৭ সালের সিনেমা। বানিয়েছেন ইমতিয়াজ আলী। কারিনা কাপুর আর শহিদ কাপুর অভিনয় করেছেন এতে।
দেখুন ‘জব উই মেট’–এর আলোচিত সেই দৃশ্য
দৃশ্য এক
সংবাদ সম্মেলন শুরু হবে। ক্রিস্টিয়ানো রোনালদো চেয়ারে বসলেন। শরীরটাকে পেছনে ঠেলে দিয়ে, চেয়ারে ভর করে, একবার দুলে সোজা হলেন। এখন রোনালদো এমন এক কাণ্ড করে বসবেন, যাতে বিরাট ব্যাপার ঘটে যাবে। টেবিলের কোনায় থাকবে তিনটি বোতল। দুটি কোকাকোলার। আরেকটি পানির। এদিক–ওদিক তাকিয়ে, খুব স্বাভাবিকভাবেই রোনালদো কোকাকোলার বোতল দুটি সরিয়ে, একেবারে ফ্রেমের বাইরে পাঠিয়ে দেবেন।
রোনালদো তা–ই করলেন।
দুনিয়া তোলপাড় হয়ে গেল।
আমেরিকার কোমল পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান কোকাকোলার খুব ক্ষতি হয়ে গেল কয়েক সেকেন্ডের এই ঘটনায়। শেয়ার ধস হলো। লোকসান হলো বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৪ হাজার কোটি টাকা। ভাবা যায়!
দেখুন রোনালদোর দুনিয়া তোলপাড় করা সেই ঘটনা
দৃশ্য দুই
একটা মেয়ে এত্তগুলো লাগেজ নিয়ে ট্রেনে উঠল একেবারে শেষ মুহূর্তে। যখন ট্রেন এই-ই ছেড়ে দিলপ্রায়, আরেকটা ছেলের খুব মন খারাপ। ডিপ্রেশনের চূড়ান্ত সীমায়। আজ সে কিছু একটা করেই ফেলবে! এই ছেলেটার সঙ্গে ওই মেয়েটা, যেহেতু সে প্রচণ্ড রকমের বাচাল, এটা–ওটা বলতেই থাকে। বলতেই থাকে। ছেলেটার ভালোই লাগে না।
ছেলেটা ট্রেন থেকে নেমে গিয়েছিল মাঝরাতে। তাকে ফিরিয়ে আনতে গিয়ে মেয়েটা ট্রেন ফেল করে। এসব ঘটনার মধ্য দিয়ে তাদের সম্পর্ক বড় হচ্ছে একটু একটু করে। তারপর তারা খুব ঝক্কি-ঝামেলা করে পরের স্টেশনে গিয়ে ট্রেনটা পায়।
মেয়েটা তো এতক্ষণ চিন্তায় অস্থির ছিল। এবার হাঁফ ছেড়ে বাঁচল।
তারপরই সেই ঘটনাটা।
রোনালদো যা যা করলেন ওই দিন সাইলেন্ট মুডে, তারই যেন সোচ্চার ধারাভাষ্য শহিদ-কারিনার ‘জব উই মেট’–এর একটা সংলাপ।
ওই সিনেমায় কারিনা কাপুর স্টেশনের দোকান থেকে পানির বোতল নিয়ে বলেন, ‘কোলা, সোডা সব আপনি জায়গা পার হ্যায়। পার পানি কা কাম পানি হি কারতা হ্যায়।’ হিন্দি বাক্যটি বোঝাচ্ছে– তৃষ্ণা মেটানোর কাজটা শুধু পানিই করতে পারে। কোকাকোলা কিংবা সোডার কাজ অন্য কিছু।
দুটি দৃশ্যের মধ্যে এই কাকতালীয় মিল খুঁজে বের করেছে ‘বেস্ট ফিল্মস লাইনস’ নামের একটি গ্রুপ। ওই দৃশ্যের স্ক্রিনশট দিয়ে বানানো হয়েছে মিমি। সেটা ইনস্টাগ্রাম স্টোরিতে আপলোড করেছেন কারিনা কাপুর খান।
রোনালদো আর কারিনা। দুটি ঘটনা। একটা বাস্তবে, অন্যটা সিনেমায়। দুই ঘটনার বক্তব্য একই। রোনালদো যেটা করে দেখিয়েছেন। কারিনা সেটা সিনেমায় বলেছেন।
‘জব উই মেট’ ২০০৭ সালের সিনেমা। বানিয়েছেন ইমতিয়াজ আলী। কারিনা কাপুর আর শহিদ কাপুর অভিনয় করেছেন এতে।
দেখুন ‘জব উই মেট’–এর আলোচিত সেই দৃশ্য
সম্প্রতি যুক্তরাষ্ট্রে গেছেন সংগীতশিল্পী ফাহমিদা নবী। সেখান থেকে গত বুধবার সোশ্যাল মিডিয়ায় সংগীত ইন্ডাস্ট্রি নিয়ে নিজের আক্ষেপের কথা তুলে ধরলেন তিনি। জানালেন, এখন গান গাওয়া অনেক সহজ, কোনো সাধনার প্রয়োজন হয় না। চাইলেই হওয়া যায় সংগীতশিল্পী। আরও জানালেন গান এখন হয়ে গেছে দেখার...
১১ ঘণ্টা আগেপ্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১১ ঘণ্টা আগেদর্শক চাহিদা না থাকায় প্রথম সপ্তাহ শেষ না হতেই শাকিব খান অভিনীত ‘অন্তরাত্মা’ সিনেমাটি নামিয়ে দেওয়া হয়েছে সিনেপ্লেক্স থেকে। সিঙ্গেল স্ক্রিনেও দর্শক টানতে পারেনি সিনেমাটি। অন্তরাত্মার ভরাডুবির কারণ জানিয়ে ক্ষোভ প্রকাশ করলেন সিনেমার অন্যতম অভিনয়শিল্পী শাহেদ শরীফ খান।
১ দিন আগেদুই সপ্তাহ পার হয়ে গেলেও এখনো উৎসবের আমেজ ধরে রেখেছে ঈদের সিনেমাগুলো। প্রথমদিকে সিনেপ্লেক্সে কমসংখ্যক শো পেলেও সময়ের সঙ্গে বেড়ে চলেছে জংলির সিনেমার চাহিদা। তৃতীয় সপ্তাহ আরও বাড়ছে শোয়ের সংখ্যা।
১ দিন আগে