কারিনা কাপুর এবং কারিশমা কাপুর বড় হয়েছে আর্থিক অনটনে। কারিশমার ১৪ এবং কারিনার ৮ বছর বয়সেই তাঁদের বাবা-মায়ের বিচ্ছেদ হয়ে যায়। মা ববিতা কাপুরের সঙ্গে আলাদা থাকতেন কারিশমা এবং কারিনা। তার আগে পর্যন্ত রণধীরের কথায়, তাঁর রোজগারেই সংসার চলত। সেই প্রসঙ্গেই তিনি এখনকার দিনের তারকাদের আর্থিক অবস্থার সঙ্গে সত্তর দশকের তারকাদের তুলনা করলেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রণধীর বলেন, ‘আমাদের সময়ে বছরে মাত্র একটি ছবি করলে সংসার টানা কঠিন হয়ে যেত। সে যত বড়ই স্টার হোক। ছবিতে অভিনয় করে যা রোজগার করতাম আমি, সেই দিয়ে আমাদের পুরো পরিবারের খরচ চলত।’ সেই প্রসঙ্গে তিনি বলেন, কারিশমা-কারিনার পড়াশোনা, বাড়ির বৈদ্যুতিক খরচ, তাঁর স্ত্রীর বিভিন্ন খরচ এবং নিজের দামি মদের জোগানের জন্য রক্ত জল করা পরিশ্রম করতে হয়েছে তাঁকে।
রণধীর তাঁর ও ববিতার বিচ্ছেদের কারণ নিয়ে বলেন, ‘আমি বেশি মদ্যপান করতাম, রাত করে বাড়ি ফিরতাম বলে ববিতার সমস্যা হত। ওই বয়সে আমি ওর মতো জীবনযাপন করতে পারিনি। আবার আমাকে আমার মতো করে মেনে নিতে পারেনি ববিতা। তাই আলাদা হয়ে যাওয়াটাই আমাদের জন্য সুখকর হয়েছিল।’
এক সাক্ষাৎকারে কারিনা জানিয়েছিলেন, বিচ্ছেদের পর মায়ের সঙ্গে আলাদা হয়ে যাওয়ার পর কাপুর পরিবারের থেকে কোনও রকম আর্থিক সাহায্য পাননি তাঁরা।
কারিনা বলেছিলেন, ‘আমার মা সব সময় কোনও না কোনও কাজ করতেন। একা আমাদের মানুষ করেছেন। মায়ের একটা রিয়েল এস্টেটের ব্যবসা ছিল। তার সঙ্গেই আরও অন্যান্য ছোট ব্যবসা ছিল। খুব কঠিন সময় গিয়েছে। এসব নিয়ে মায়ের কঠিন সময় দেখেছি আমরা দুইবোন। অনেক সময় ব্যবসায় ধ্বস হয়েছে। আমরা আর্থিক টানাপোড়েনেও পড়েছি।’
কারিনা কাপুর এবং কারিশমা কাপুর বড় হয়েছে আর্থিক অনটনে। কারিশমার ১৪ এবং কারিনার ৮ বছর বয়সেই তাঁদের বাবা-মায়ের বিচ্ছেদ হয়ে যায়। মা ববিতা কাপুরের সঙ্গে আলাদা থাকতেন কারিশমা এবং কারিনা। তার আগে পর্যন্ত রণধীরের কথায়, তাঁর রোজগারেই সংসার চলত। সেই প্রসঙ্গেই তিনি এখনকার দিনের তারকাদের আর্থিক অবস্থার সঙ্গে সত্তর দশকের তারকাদের তুলনা করলেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রণধীর বলেন, ‘আমাদের সময়ে বছরে মাত্র একটি ছবি করলে সংসার টানা কঠিন হয়ে যেত। সে যত বড়ই স্টার হোক। ছবিতে অভিনয় করে যা রোজগার করতাম আমি, সেই দিয়ে আমাদের পুরো পরিবারের খরচ চলত।’ সেই প্রসঙ্গে তিনি বলেন, কারিশমা-কারিনার পড়াশোনা, বাড়ির বৈদ্যুতিক খরচ, তাঁর স্ত্রীর বিভিন্ন খরচ এবং নিজের দামি মদের জোগানের জন্য রক্ত জল করা পরিশ্রম করতে হয়েছে তাঁকে।
রণধীর তাঁর ও ববিতার বিচ্ছেদের কারণ নিয়ে বলেন, ‘আমি বেশি মদ্যপান করতাম, রাত করে বাড়ি ফিরতাম বলে ববিতার সমস্যা হত। ওই বয়সে আমি ওর মতো জীবনযাপন করতে পারিনি। আবার আমাকে আমার মতো করে মেনে নিতে পারেনি ববিতা। তাই আলাদা হয়ে যাওয়াটাই আমাদের জন্য সুখকর হয়েছিল।’
এক সাক্ষাৎকারে কারিনা জানিয়েছিলেন, বিচ্ছেদের পর মায়ের সঙ্গে আলাদা হয়ে যাওয়ার পর কাপুর পরিবারের থেকে কোনও রকম আর্থিক সাহায্য পাননি তাঁরা।
কারিনা বলেছিলেন, ‘আমার মা সব সময় কোনও না কোনও কাজ করতেন। একা আমাদের মানুষ করেছেন। মায়ের একটা রিয়েল এস্টেটের ব্যবসা ছিল। তার সঙ্গেই আরও অন্যান্য ছোট ব্যবসা ছিল। খুব কঠিন সময় গিয়েছে। এসব নিয়ে মায়ের কঠিন সময় দেখেছি আমরা দুইবোন। অনেক সময় ব্যবসায় ধ্বস হয়েছে। আমরা আর্থিক টানাপোড়েনেও পড়েছি।’
১৯৯৮ সালে মুক্তি পেয়েছিল বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ‘হঠাৎ বৃষ্টি’। সিনেমাটি প্রথম প্রদর্শিত হয় টেলিভিশনে। এরপর সিনেমা হলে মুক্তি পেয়েও রেকর্ড পরিমাণ ব্যবসা করে। সিনেমার গল্পে দর্শক যেভাবে মুগ্ধ হয়েছেন, গানগুলোও পেয়েছিল জনপ্রিয়তা।
২ ঘণ্টা আগেনাটকে অভিনয় কমিয়ে দিয়েছেন অভিনেতা, নাট্যকার ও নাট্যনির্দেশক আবুল হায়াত। ভালো গল্প ও চরিত্র পেলে কাজ করতে চান তিনি। এ বিষয়ে তিনি বলেন, ‘এখন আগের মতো টানা কাজ করার আগ্রহ পাই না। বয়স বেড়েছে; শরীরটাকে বিশ্রাম দেওয়া দরকার।
২ ঘণ্টা আগেশুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘তেল ছাড়া পরোটা’। সমাজের নীতিমান ও নীতিহীন মানুষের গল্পে ধারাবাহিকটি রচনা ও পরিচালনা করেছেন কচি খন্দকার। আগামী ৭ আগস্ট থেকে মাছরাঙা টেলিভিশনে প্রচার করা হবে ধারাবাহিকটি। প্রচারিত হবে সপ্তাহের রবি থেকে বৃহস্পতিবার রাত ৮টায়।
২ ঘণ্টা আগেএক যুগের বেশি সময় ধরে বলিউডে কাজ করছেন আলিয়া ভাট। শুরুটা হয়েছিল ২০১২ সালে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ সিনেমা দিয়ে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। উপহার দিয়েছেন ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’, ‘রাজি’র মতো সিনেমা।
২ ঘণ্টা আগে