বলিউডে কাপুর ও অরোরা বোনদের বন্ধুত্ব বহু পুরোনো। সামাজিক যোগাযোগ মাধ্যম ও পাপারাৎজিদের শেয়ার করা ছবির জন্য দর্শকেরাও জেনে গেছেন যে, প্রায়ই একসঙ্গে সময় কাটান এই তারকারা। কখনও লাঞ্চ ডেট, তো কখনও টি পার্টি, বলিউড পাড়ার এই চারমূর্তিকে একসঙ্গেই দেখা যায় প্রায় সময়।
মুম্বাইয়ে করোনা নিয়ে বিধিনিষেধ কিছুটা শিথিল হতেই নিজেদের কাছের বন্ধুদের নিয়ে পার্টি করতে দেখা যাচ্ছে বলিউড তারকাদের। রোববার বন্ধুদের নিয়ে পার্টি করলেন কারিনা কাপুর খান। হাজির ছিলেন মালাইকা অরোরা, অমৃতা অরোরা, মল্লিকা ভাট ও মাহিপ কাপুর। দেখা গেল না শুধু কারিশমা কাপুরকে।
রোববারের ডিনার পার্টির ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন কারিনা কাপুর। এই ছবিতে মোমবাতির আলোয় বেশ উজ্জ্বল দেখাল অমৃতা ও কারিনাকে।
বোন অমৃতা অরোরার একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে মালাইকা লিখেছেন, “#djdoll”। ছবিতে অন্ধকারের মধ্যে সেলফোনের আলো জ্বেলে বসে থাকতে দেখা যাচ্ছে অমৃতাকে।
গার্লস গ্যাং নিয়ে এই ডিনার পার্টির আয়োজন করেছিলেন মালাইকা অরোরা। তাঁর ফ্ল্যাটেই এই পার্টির আয়োজন করা হয়েছিল। ছবিতে মালাইকার বিলাসবহুল ফ্ল্যাট দেখা যাচ্ছে।
একটি ছবিতে মোমবাতির আলোতে উজ্জ্বল কারিনা, অমৃতা অরোরা এবং মল্লিকা ভাটকে দেখা যায়। ছবিটি ইনস্টাগ্রামে শেয়ার করে কারিনা লিখেছেন, ‘ইয়ে কমবখত ইশক’।
বলিউডে কাপুর ও অরোরা বোনদের বন্ধুত্ব বহু পুরোনো। সামাজিক যোগাযোগ মাধ্যম ও পাপারাৎজিদের শেয়ার করা ছবির জন্য দর্শকেরাও জেনে গেছেন যে, প্রায়ই একসঙ্গে সময় কাটান এই তারকারা। কখনও লাঞ্চ ডেট, তো কখনও টি পার্টি, বলিউড পাড়ার এই চারমূর্তিকে একসঙ্গেই দেখা যায় প্রায় সময়।
মুম্বাইয়ে করোনা নিয়ে বিধিনিষেধ কিছুটা শিথিল হতেই নিজেদের কাছের বন্ধুদের নিয়ে পার্টি করতে দেখা যাচ্ছে বলিউড তারকাদের। রোববার বন্ধুদের নিয়ে পার্টি করলেন কারিনা কাপুর খান। হাজির ছিলেন মালাইকা অরোরা, অমৃতা অরোরা, মল্লিকা ভাট ও মাহিপ কাপুর। দেখা গেল না শুধু কারিশমা কাপুরকে।
রোববারের ডিনার পার্টির ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন কারিনা কাপুর। এই ছবিতে মোমবাতির আলোয় বেশ উজ্জ্বল দেখাল অমৃতা ও কারিনাকে।
বোন অমৃতা অরোরার একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে মালাইকা লিখেছেন, “#djdoll”। ছবিতে অন্ধকারের মধ্যে সেলফোনের আলো জ্বেলে বসে থাকতে দেখা যাচ্ছে অমৃতাকে।
গার্লস গ্যাং নিয়ে এই ডিনার পার্টির আয়োজন করেছিলেন মালাইকা অরোরা। তাঁর ফ্ল্যাটেই এই পার্টির আয়োজন করা হয়েছিল। ছবিতে মালাইকার বিলাসবহুল ফ্ল্যাট দেখা যাচ্ছে।
একটি ছবিতে মোমবাতির আলোতে উজ্জ্বল কারিনা, অমৃতা অরোরা এবং মল্লিকা ভাটকে দেখা যায়। ছবিটি ইনস্টাগ্রামে শেয়ার করে কারিনা লিখেছেন, ‘ইয়ে কমবখত ইশক’।
১৯৯৮ সালে মুক্তি পেয়েছিল বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ‘হঠাৎ বৃষ্টি’। সিনেমাটি প্রথম প্রদর্শিত হয় টেলিভিশনে। এরপর সিনেমা হলে মুক্তি পেয়েও রেকর্ড পরিমাণ ব্যবসা করে। সিনেমার গল্পে দর্শক যেভাবে মুগ্ধ হয়েছেন, গানগুলোও পেয়েছিল জনপ্রিয়তা।
২ ঘণ্টা আগেনাটকে অভিনয় কমিয়ে দিয়েছেন অভিনেতা, নাট্যকার ও নাট্যনির্দেশক আবুল হায়াত। ভালো গল্প ও চরিত্র পেলে কাজ করতে চান তিনি। এ বিষয়ে তিনি বলেন, ‘এখন আগের মতো টানা কাজ করার আগ্রহ পাই না। বয়স বেড়েছে; শরীরটাকে বিশ্রাম দেওয়া দরকার।
২ ঘণ্টা আগেশুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘তেল ছাড়া পরোটা’। সমাজের নীতিমান ও নীতিহীন মানুষের গল্পে ধারাবাহিকটি রচনা ও পরিচালনা করেছেন কচি খন্দকার। আগামী ৭ আগস্ট থেকে মাছরাঙা টেলিভিশনে প্রচার করা হবে ধারাবাহিকটি। প্রচারিত হবে সপ্তাহের রবি থেকে বৃহস্পতিবার রাত ৮টায়।
২ ঘণ্টা আগেএক যুগের বেশি সময় ধরে বলিউডে কাজ করছেন আলিয়া ভাট। শুরুটা হয়েছিল ২০১২ সালে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ সিনেমা দিয়ে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। উপহার দিয়েছেন ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’, ‘রাজি’র মতো সিনেমা।
৩ ঘণ্টা আগে