স্ত্রী আত্মহত্যার প্ররোচনা মামলায় স্বামীর ৫ বছরের কারাদণ্ড
ফেনীতে স্ত্রী আত্মহত্যার প্ররোচনা মামলায় স্বামীকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ সৈয়দ মো. কায়সার মোশাররফ ইউসুফ এ রায় দেন। একই সঙ্গে আসামিকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।