কাপ্তাই লেকে নৌকাবাইচ অনুষ্ঠিত
রাঙামাটির কাপ্তাই সেনা জোনের আয়োজনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও পার্বত্য চুক্তির ২ যুগ পূর্তি উপলক্ষে গতকাল শনিবার বিকেলে কাপ্তাই লেকে নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। এতে কাপ্তাই, বিলাইছড়ি ও রাঙামাটি সদর উপজেলার ২০টি পুরুষ এবং ১০টি মহিলা দল অংশ নেন। এ সময় লেকের উভয় পাশে হাজারো দর্শক বাইচ উপভোগ করেন।