পড়বে না তাঁদের পায়ের চিহ্ন
চার বছর পর বিশ্বকাপটা যখন যুক্তরাষ্ট্রে হবে, তখনো আবেদনটা হয়তো এবারের মতোই থাকবে। রাত জেগে খেলা দেখবেন সমর্থকেরা। সকাল-সন্ধ্যায় নিজের দল নিয়ে করবেন হইচই। কিন্তু একটা জায়গায় যতিচিহ্ন পড়বে নিশ্চিত। লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো ও নেইমারকে নিয়ে গল্প-আড্ডা, আলোচনা-সমালোচনা করতে না পারার দুঃখে নিজের