সেনেগালের বিপক্ষে দাপুটে জয়ে শেষ আটে ইংল্যান্ড
আন্তর্জাতিক ফুটবলে প্রথমবারের মতো মুখোমুখি হয়েছে ইংল্যান্ড-সেনেগাল। সেটিও আবার বিশ্বকাপের মতো মঞ্চে। প্রথম সাক্ষাতেই সেনেগালকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ আট নিশ্চিত করেছে ইংল্যান্ড। দলের হয়ে গোল তিনটি করেছেন জর্ডান হেন্ডারসন, হ্যারি কেইন ও বুকায়ো সাকা।