অস্ট্রেলিয়ার বিপক্ষে আর্জেন্টিনার জয়ের নায়ক লিওনেল মেসি। ম্যাচ সেরার পুরস্কারও উঠেছে তাঁর হাতে। ম্যাচের পর এক গণমাধ্যমকর্মী মোবাইল হাতে এগিয়ে গেলেন আর্জেন্টাইন স্ট্রাইকারের দিকে। মোবাইলে ধারণ করা কিছু একটা দেখান মেসিকে, তা দেখে হাসতে থাকেন লিও।
এর পরেই গণমাধ্যমকর্মীর প্রশ্নে স্পষ্ট হয়—মেসি কি দেখে হাসছিলেন। গ্যালারিতে স্ত্রী ও সন্তানদের উদ্যাপন কেমন অনুপ্রেরণা পান মেসি? এ রকম একটা প্রশ্নের আগে—অস্ট্রেলিয়ার বিপক্ষে মেসির করা প্রথম গোলের পর গ্যালারিতে থাকা স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো এবং তিন ছেলে–থিয়াগো, মাতোও ও সিরোর বিস্ফোরণ ঘটানো উদ্যাপনের ভিডিও ক্লিপটি দেখান ওই গণমাধ্যমকর্মী।
ভিডিওতে তাঁদের উদ্যাপন দেখে মেসিও চিরায়িত টোল পড়া গালে হাসলেন। মেসি বললেন, ‘তারা যেভাবে জীবনযাপন করে তা দর্শনীয়।’
গোলের পর থিয়াগো জোরে চিৎকার দিয়ে দাঁড়িয়ে যান, মাতেও, সিরো ও আন্তোনেলাও একটু পরে দাঁড়িয়েছেন এবং ওপরে হাত তুলে গোল উদযাপন করেন। মাঠে নামলে শুধু দুই পা–ই মেসির শক্তি নয়, গ্যালারিতে থাকা স্ত্রী-সন্তানও তাঁর বড় শক্তি। স্ট্যান্ড থেকে এ শক্তি পৌঁছায় ১০ নম্বর জার্সিতে।
বয়স কম হলেও মেসি জানিয়েছেন সন্তানরা বুঝে বিশ্বকাপ ফুটবল কী। এ সম্পর্কে তাদের ভালো ধারণা আছে। আর্জেন্টাইন অধিনায়ক বলেন, ‘এখন আমার বাচ্চারা বিশ্বকাপ কী, তা সম্পর্কে সচেতন। তারা আমাকে আরও উপভোগ করে। তারা কীভাবে জীবনযাপন করে, তা দেখতে দর্শনীয়, এটি খুবই রোমাঞ্চকর।’
মাঠে নামলেও সন্তানদের কথা মাথায় থাকে মেসির। লিও বলেন, ‘শুরু থেকে শেষ পর্যন্ত তারা আমার মাথায় আছে। আমার বাচ্চারা এখন বড় হয়ে গেছে এবং তারা কীভাবে সবকিছু বোঝে, কীভাবে তারা উপভোগ করে এবং কষ্টও পায়, তা দেখতে পারাটা বিশেষ।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে আর্জেন্টিনার জয়ের নায়ক লিওনেল মেসি। ম্যাচ সেরার পুরস্কারও উঠেছে তাঁর হাতে। ম্যাচের পর এক গণমাধ্যমকর্মী মোবাইল হাতে এগিয়ে গেলেন আর্জেন্টাইন স্ট্রাইকারের দিকে। মোবাইলে ধারণ করা কিছু একটা দেখান মেসিকে, তা দেখে হাসতে থাকেন লিও।
এর পরেই গণমাধ্যমকর্মীর প্রশ্নে স্পষ্ট হয়—মেসি কি দেখে হাসছিলেন। গ্যালারিতে স্ত্রী ও সন্তানদের উদ্যাপন কেমন অনুপ্রেরণা পান মেসি? এ রকম একটা প্রশ্নের আগে—অস্ট্রেলিয়ার বিপক্ষে মেসির করা প্রথম গোলের পর গ্যালারিতে থাকা স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো এবং তিন ছেলে–থিয়াগো, মাতোও ও সিরোর বিস্ফোরণ ঘটানো উদ্যাপনের ভিডিও ক্লিপটি দেখান ওই গণমাধ্যমকর্মী।
ভিডিওতে তাঁদের উদ্যাপন দেখে মেসিও চিরায়িত টোল পড়া গালে হাসলেন। মেসি বললেন, ‘তারা যেভাবে জীবনযাপন করে তা দর্শনীয়।’
গোলের পর থিয়াগো জোরে চিৎকার দিয়ে দাঁড়িয়ে যান, মাতেও, সিরো ও আন্তোনেলাও একটু পরে দাঁড়িয়েছেন এবং ওপরে হাত তুলে গোল উদযাপন করেন। মাঠে নামলে শুধু দুই পা–ই মেসির শক্তি নয়, গ্যালারিতে থাকা স্ত্রী-সন্তানও তাঁর বড় শক্তি। স্ট্যান্ড থেকে এ শক্তি পৌঁছায় ১০ নম্বর জার্সিতে।
বয়স কম হলেও মেসি জানিয়েছেন সন্তানরা বুঝে বিশ্বকাপ ফুটবল কী। এ সম্পর্কে তাদের ভালো ধারণা আছে। আর্জেন্টাইন অধিনায়ক বলেন, ‘এখন আমার বাচ্চারা বিশ্বকাপ কী, তা সম্পর্কে সচেতন। তারা আমাকে আরও উপভোগ করে। তারা কীভাবে জীবনযাপন করে, তা দেখতে দর্শনীয়, এটি খুবই রোমাঞ্চকর।’
মাঠে নামলেও সন্তানদের কথা মাথায় থাকে মেসির। লিও বলেন, ‘শুরু থেকে শেষ পর্যন্ত তারা আমার মাথায় আছে। আমার বাচ্চারা এখন বড় হয়ে গেছে এবং তারা কীভাবে সবকিছু বোঝে, কীভাবে তারা উপভোগ করে এবং কষ্টও পায়, তা দেখতে পারাটা বিশেষ।’
২০০ মিটার মিডলের সেমিফাইনালেই রেকর্ড গড়েছিলেন লিঁও মারশাঁ। ১ মিনিট ৫২.৬৯ সেকেন্ড সময় নিয়ে ভেঙে দিয়েছিলেন রায়ান লোকটির ১৪ বছরের পুরোনো রেকর্ড। গতকাল ফাইনালে নিজের সেরা টাইমিংকে ছাপিয়ে যেতে না পারলেও ফ্রান্সের এই তারকা সাঁতারু এই ইভেন্টে দ্বিতীয় সেরা টাইমিং গড়েছেন। রেকর্ড গড়া সেমিফাইনালের ২৪ ঘণ্টার
২ ঘণ্টা আগেনানান রেকর্ডের হাতছানি ছিল শুবমান গিলের সামনে। সেসব রেকর্ড ছুঁতে কিংবা ছাড়িয়ে যেতে ভারতের টেস্ট অধিনায়ককে বড় একটি ইনিংসই খেলতে হতো। ইংল্যান্ডের বিপক্ষে অ্যান্ডারসন-টেন্ডুলকার সিরিজের শেষ টেস্টে ওভালে আজ বড় ইনিংস খেলতে পারেননি তিনি। ৩৫ বলে ২১ রান করে আউট হয়ে গেছেন। তাতেই তিনি ভেঙে দিয়েছেন সুনীল গাভা
২ ঘণ্টা আগেদক্ষিণ আফ্রিকাকে হারিয়েই জিম্বাবুয়েতে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় ওয়ানডে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ। পরের ম্যাচে হারিয়েছিল স্বাগতিক জিম্বাবুয়েকে। কিন্তু এই জয়ের ধারা আর গতকাল ধরে রাখতে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৫ উইকেটে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গেছে বাংলাদেশ।
৩ ঘণ্টা আগেজাতীয় বক্সিংয়ে আজ ছিল শেষদিন। মেয়েদের ৫২ কেজি ওজন শ্রেণির ফাইনালের দিকেই নজর ছিল বেশি। যেখানে জাতীয় ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকারের বোন আফরা খন্দকারকে হারিয়ে সোনা জিতেছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী বক্সার জিনাত ফেরদৌস।
৪ ঘণ্টা আগে