‘যারে হাত দিয়ে মালা দিতে পার নাই...’
...ধর্মাচরণ নিয়ে নজরুলকে বিদ্রূপ-গঞ্জনা কম সহ্য করতে হয়নি। আক্ষেপ করে তিনি বলেছেন : ‘কেউ বলেন আমার বাণী যবন, কেউ বলেন, কাফের। আমি বলি, ও দুটোর কোনোটাই না। আমি মাত্র হিন্দু-মুসলমানকে এক জায়গায় ধরে এনে হ্যাণ্ডশেক করবার চেষ্টা করেছি, গালাগালিকে গলাগলিতে পরিণত করার চেষ্টা করেছি...’।