নতুন এক দুবাই নাকি চীনের ছিটমহল
শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর সমুদ্রের তীর ঘেঁষে নির্মিত হচ্ছে চকচকে এক মহানগর, যা পরিচিত কলম্বো পোর্ট সিটি নামে। এটি মূলত বিশেষ আন্তর্জাতিক আর্থিক অঞ্চল। আর সংশ্লিষ্টরা এই পোর্টকে দুবাই, মোনাকো বা হংকংয়ের সঙ্গে তুলনা করে এটিকে বর্ণনা করে থাকেন ‘একটি অর্থনৈতিক গেম চেঞ্জার’ হিসেবে।