শ্রীলঙ্কায় কারফিউ অমান্য করে রাস্তায় নেমেছে শত শত শিক্ষার্থী। দেশটির ক্রমবর্ধমান অর্থনৈতিক সংকটের বিরুদ্ধে প্রতিবাদ করতে ক্যান্ডিতে সরকার আরোপিত কারফিউ অমান্য করে জমায়েত হন তাঁরা। কারফিউ লঙ্ঘনের দায়ে অন্তত ৬৬৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
শ্রীলঙ্কায় চলমান অর্থনৈতিক মন্দার বিরুদ্ধে ক্যান্ডি ছাড়াও পেরদেনিয়ায় বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করে পুলিশ। এ ছাড়া, দেশটির রাজধানী কলম্বোয় বিরোধী দলগুলোর নেতা-কর্মীদের মিছিলে কয়েক শ লোক যোগ দেয়। গত শনিবার সন্ধ্যা ৬টা থেকে শুরু হওয়া কারফিউ সোমবার সকাল ৬টা পর্যন্ত চলবে।
এদিকে, শ্রীলঙ্কার সরকার গত শনিবার রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ দমনের সর্বশেষ প্রচেষ্টা হিসেবে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং ইউটিউবসহ সব ধরনের সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ব্যবহারকারীদের প্রবেশাধিকার নিষিদ্ধ করেছে। দেশটির টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশনের চেয়ারম্যান জয়ন্ত ডি সিলভা বলেছেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমের এই নিষেধাজ্ঞা অস্থায়ী। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেওয়া বিশেষ নির্দেশনা মেনেই এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এটি দেশ ও জনগণের স্বার্থে শান্তি বজায় রাখার জন্য আরোপ করা হয়েছে।’
দেশটিতে চলমান অর্থনৈতিক সংকট দেশটির সরকারগুলোর ধারাবাহিক অব্যবস্থাপনা এবং কোভিড-১৯ মহামারির কারণে আরও জটিল আকার ধারণ করেছে। কোভিড মহামারি দেশটির বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম প্রধান খাত পর্যটন ও বৈদেশিক রেমিট্যান্স কমিয়ে দিয়েছে।
এ দিকে, দেশটির সরকার জানিয়েছে, তারা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছ থেকে বেল আউট এবং ভারত ও চীনের কাছ থেকে নতুন করে ঋণ সহায়তা চাইছে।
শ্রীলঙ্কায় কারফিউ অমান্য করে রাস্তায় নেমেছে শত শত শিক্ষার্থী। দেশটির ক্রমবর্ধমান অর্থনৈতিক সংকটের বিরুদ্ধে প্রতিবাদ করতে ক্যান্ডিতে সরকার আরোপিত কারফিউ অমান্য করে জমায়েত হন তাঁরা। কারফিউ লঙ্ঘনের দায়ে অন্তত ৬৬৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
শ্রীলঙ্কায় চলমান অর্থনৈতিক মন্দার বিরুদ্ধে ক্যান্ডি ছাড়াও পেরদেনিয়ায় বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করে পুলিশ। এ ছাড়া, দেশটির রাজধানী কলম্বোয় বিরোধী দলগুলোর নেতা-কর্মীদের মিছিলে কয়েক শ লোক যোগ দেয়। গত শনিবার সন্ধ্যা ৬টা থেকে শুরু হওয়া কারফিউ সোমবার সকাল ৬টা পর্যন্ত চলবে।
এদিকে, শ্রীলঙ্কার সরকার গত শনিবার রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ দমনের সর্বশেষ প্রচেষ্টা হিসেবে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং ইউটিউবসহ সব ধরনের সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ব্যবহারকারীদের প্রবেশাধিকার নিষিদ্ধ করেছে। দেশটির টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশনের চেয়ারম্যান জয়ন্ত ডি সিলভা বলেছেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমের এই নিষেধাজ্ঞা অস্থায়ী। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেওয়া বিশেষ নির্দেশনা মেনেই এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এটি দেশ ও জনগণের স্বার্থে শান্তি বজায় রাখার জন্য আরোপ করা হয়েছে।’
দেশটিতে চলমান অর্থনৈতিক সংকট দেশটির সরকারগুলোর ধারাবাহিক অব্যবস্থাপনা এবং কোভিড-১৯ মহামারির কারণে আরও জটিল আকার ধারণ করেছে। কোভিড মহামারি দেশটির বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম প্রধান খাত পর্যটন ও বৈদেশিক রেমিট্যান্স কমিয়ে দিয়েছে।
এ দিকে, দেশটির সরকার জানিয়েছে, তারা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছ থেকে বেল আউট এবং ভারত ও চীনের কাছ থেকে নতুন করে ঋণ সহায়তা চাইছে।
পূর্ব ইউক্রেনের স্লোভিয়ানস্ক শহরের এক ছোট্ট লবণাক্ত হ্রদের তীরে সাময়িক স্বস্তির জন্য যায় মানুষ। যুদ্ধের নিকটবর্তী ফ্রন্টলাইন থেকে কয়েক মাইল দূরের এই শান্ত তীরের দৃশ্য হঠাৎই বদলে গেছে আলাস্কা বৈঠকের খবরে।
২৭ মিনিট আগেমিয়ানমারের সামরিক জান্তা যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে এক প্রভাবশালী মার্কিন লবিং প্রতিষ্ঠানকে নিয়োগ দিয়েছে। এই প্রতিষ্ঠানের বার্ষিক ফি ৩০ লাখ মার্কিন ডলার বা ৩৬৫ কোটি টাকা। মিয়ানমারে আগামী ডিসেম্বর-জানুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের আগপর্যন্ত চলবে এই চুক্তি। থাইল্যান্ড থেকে প্রকা
২ ঘণ্টা আগে২০০০ সালের ১০ আগস্ট। আর্কটিক সার্কেলের ওপরে ব্যারেন্টস সাগরে সামরিক কৌশল অনুশীলনে অংশ নিতে বন্দর ছেড়ে যায় রাশিয়ার পারমাণবিক সাবমেরিন ‘কুরস্ক’। দুই দিন পর অর্থাৎ ১২ আগস্ট সেটির একটি অনুশীলন টর্পেডো ছোড়ার কথা ছিল। কিন্তু টর্পেডোটি ছোড়ার আগেই সাগরের তলদেশে হারিয়ে যায় সাবমেরিনটি। পরে এর ১১৮ জন ক্রুকেই
৩ ঘণ্টা আগেইসরায়েলে ফিলিস্তিনি শ্রমিকদের শূন্যস্থান পূরণে ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত ২০ হাজারের বেশি ভারতীয় শ্রমিক দেশটিতে গেছে। এমনটাই জানিয়েছে ভারত সরকার জানিয়েছে। গাজায় ইসরায়েলের চলমান অভিযানের মধ্যেই এ খবর প্রকাশ্যে এল। এটি আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসরায়েলের প্রতি চাপ বাড়ার সময় ভারতের গুরুত্বপ
৪ ঘণ্টা আগে