শুরু হয়েছে ট্রেন চলাচল, দাঁড়িয়ে যাত্রী আসছে লোকাল ট্রেনে
বিধিনিষেধ উঠে যাওয়ায় চলাচল শুরু করেছে যাত্রীবাহী ট্রেন। দীর্ঘদিন বাদে খুলেছে স্টেশন। যাত্রীর পদচারণায় মুখরিত প্ল্যাটফর্ম। ঢাকা থেকে ছেড়ে যাওয়া এবং ঢাকার বাইরে থেকে আসা সবগুলো ট্রেনে যাত্রীর চাপ ছিল। তবে ঢাকার বাইরে থেকে আসা লোকাল ট্রেনে যাত্রী সংখ্যাই বেশি ছিল। লোকাল ট্রেনে দাঁড়িয়ে যাত্রী আসছে।