ফুটপাতে বেড়েছে শীতের পোশাক বিক্রি
কটিয়াদী বাজারে বিভিন্ন স্থানে ফুটপাতে বসছে শীতকালীন পোশাকের দোকান। আবার রিকশাভ্যানে কমদামি শীতের পোশাক, আমদানি করা পুরোনো শীতের পোশাক ফেরি করে বিক্রি করছেন বাজারের অলিগলিতে। শীতের পোশাক বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বেশি বিক্রি হচ্ছে শিশুদের সোয়েটার, ছোটদের কম্বল, লেপ-কাঁথা, গলাবন্ধনী, শাল ইত