Ajker Patrika

ফুটপাতে বেড়েছে শীতের পোশাক বিক্রি

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৬ নভেম্বর ২০২১, ১৯: ০২
ফুটপাতে  বেড়েছে শীতের পোশাক বিক্রি

কটিয়াদী বাজারে বিভিন্ন স্থানে ফুটপাতে বসছে শীতকালীন পোশাকের দোকান। আবার রিকশাভ্যানে কমদামি শীতের পোশাক, আমদানি করা পুরোনো শীতের পোশাক ফেরি করে বিক্রি করছেন বাজারের অলিগলিতে। শীতের পোশাক বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বেশি বিক্রি হচ্ছে শিশুদের সোয়েটার, ছোটদের কম্বল, লেপ-কাঁথা, গলাবন্ধনী, শাল ইত্যাদি। এদিকে ক্রেতারা বলছেন তুলনামূলক কম দামে শীতের কাপড় ফুটপাতেই পাওয়া যায়।

সরেজমিনে কটিয়াদী সরকারি কলেজের সামনে রাস্তায় ও কটিয়াদী সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান ফটকের সামনে গেলে দেখা যায়, ফুটপাতে বসেছে বেশ কিছু শীতের পোশাকের দোকান। এসব দোকানে দরদাম করছেন বেশ কয়েকজন ক্রেতার সঙ্গে।

শাহানা বেগম নামের এক নারী বলেন, ‘শীত চলে আসায়, ছেলে মেয়ের জন্য সোয়েটার কিনতে এসেছি।

শীতের কাপড় বিক্রেতা সবুজ মিয়া বলেন, ‘করোনার জন্য মাসের পর মাস ব্যবসা-বাণিজ্য বন্ধ ছিল। ফুটপাতের ব্যবসায়ীদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এখন করোনা কমে যাওয়ায়, এ বছর শীত মৌসুমের শুরুতেই ফুটপাতে বেচাকেনা বেড়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত