Ajker Patrika

কটিয়াদীতে শিয়ালের কামড়ে আহত ১২

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৭ নভেম্বর ২০২১, ১৪: ৩২
কটিয়াদীতে শিয়ালের কামড়ে আহত ১২

কিশোরগঞ্জের কটিয়াদীতে শিয়ালের কামড়ে অন্তত ১২ জন আহত হয়েছেন। গত সোমবার দুপুরে উপজেলার লোহাজুরী ইউনিয়নের চরকাউনিয়া ও উত্তর লোহাজুরী গ্রামে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন ফরিদা বেগম, কাউছার মিয়া, ফজলু আফ্রাদ, রুবিনা আক্তার, বাদল জোয়ারদার, সাইদুর রহমান, রাকিব মিয়া, মাইন উদ্দিন আফ্রাদ, রিমন মিয়া ও রোকসানা আক্তার।

আহতদের বাজিতপুরের জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল ও কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। পরে এলাকাবাসী শিয়ালটিকে পিটিয়ে মেরে ফেলে। স্থানীয় ইউপি সদস্য মো. আব্দুল ওয়াদুদ বাবুল বলেন, সোমবার চরকাউনিয়া গ্রামের শিমের জমিতে রোকসানা নামে এক গৃহবধূ তাঁর ছেলে বোরহান উদ্দিনকে নিয়ে কাজ করতে গেলে শিয়ালটি বোরহানকে কামড়াতে দৌড়ে আসে।

এ সময় মা রোকসানা ছেলেকে আগলে দাঁড়ালে শিয়ালটি তাকে কামড়াতে থাকে। এ সময় তাঁদের চিৎকারে লোকজন লাঠিসোঁটা নিয়ে ছুটে আসে এবং শিয়ালটিকে পিটিয়ে মেরে ফেলে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাজরিনা তৈয়ব আজকের পত্রিকাকে বলেন, শিয়ালের কামড়ে আহতদের জলাতঙ্কের টিকা ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসা দেওয়ার সবাইকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত