‘বাবার নামে করা শিক্ষাপ্রতিষ্ঠান আমাকে উদ্বেলিত করেছে’
‘বাবার নামে করা এই শিক্ষাপ্রতিষ্ঠান সত্যিই আমাকে উদ্বেলিত করেছে। আমি আবেগে আপ্লুত যে বাদশা চাচাসহ (সাবেক সংসদ সদস্য মীর শওকাত আলী বাদশা) আমার বাবার হাজার হাজার অনুসারী আছেন, যাঁরা বাবাকে মনে রেখেছেন, এটা আমার জন্য গর্বের।