কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
কচুয়ায় ভাইকে বাঁচাতে গিয়ে আপন ভাতিজার ছুরিকাঘাতে চাচা ওমর ফারুক (৩২) নিহত হয়েছেন। গত শুক্রবার দুপুরে কচুয়া উপজেলার পশ্চিম সহদেবপুর ইউনিয়নের সহদেবপুর গ্রামে ছুরিকাঘাতের ঘটনাটি ঘটে। পরে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার ওমর ফারুকের মৃত্যু হয়। নিহত ওমর ফারুক ওই গ্রামের মৃত আফিজ উদ্দিনের ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, সহদেবপুর গ্রামের নবীর হোসেনের ছেলে শরীফ হোসেন গত দেড় মাস আগে বিয়ে করেন। শুক্রবার দুপুরে শরীফ তার স্ত্রীকে মারধর করলে তার বাবা নবীর হোসেন এতে বাধা দেয়। এ সময় শরীফ ক্ষিপ্ত হয়ে তার বাবাকে মারধর করে। ভাইকে মারধর করতে দেখে চাচা ওমর ফারুক এগিয়ে এসে বাধা দিলে শরিফ তার হাতে থাকা ছুড়ি দিয়ে চাচার পেটে ছুরিকাঘাত করে। এ সময় স্থানীয়রা আহত ওমর ফারুককে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। আহত ওমর ফারুকের অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউটে রেফার করে। ওমর ফারুক সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার দুপুরে মারা যান।
এদিকে তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে।
এ বিষয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন জানান, পারিবারিক কলহের জেরে শরিফ তার চাচাকে ছুরিকাঘাত করে। শনিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় ওমর ফারুক মারা যায়। লাশ ময়নাতদন্ত শেষে নিহতের পরিবারের করা হস্তান্তর করা হবে। ঘটনার পর থেকে ঘাতক শরীফ পলাতক রয়েছে। তাঁকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং এ ব্যাপারে কচুয়া থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
কচুয়ায় ভাইকে বাঁচাতে গিয়ে আপন ভাতিজার ছুরিকাঘাতে চাচা ওমর ফারুক (৩২) নিহত হয়েছেন। গত শুক্রবার দুপুরে কচুয়া উপজেলার পশ্চিম সহদেবপুর ইউনিয়নের সহদেবপুর গ্রামে ছুরিকাঘাতের ঘটনাটি ঘটে। পরে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার ওমর ফারুকের মৃত্যু হয়। নিহত ওমর ফারুক ওই গ্রামের মৃত আফিজ উদ্দিনের ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, সহদেবপুর গ্রামের নবীর হোসেনের ছেলে শরীফ হোসেন গত দেড় মাস আগে বিয়ে করেন। শুক্রবার দুপুরে শরীফ তার স্ত্রীকে মারধর করলে তার বাবা নবীর হোসেন এতে বাধা দেয়। এ সময় শরীফ ক্ষিপ্ত হয়ে তার বাবাকে মারধর করে। ভাইকে মারধর করতে দেখে চাচা ওমর ফারুক এগিয়ে এসে বাধা দিলে শরিফ তার হাতে থাকা ছুড়ি দিয়ে চাচার পেটে ছুরিকাঘাত করে। এ সময় স্থানীয়রা আহত ওমর ফারুককে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। আহত ওমর ফারুকের অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউটে রেফার করে। ওমর ফারুক সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার দুপুরে মারা যান।
এদিকে তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে।
এ বিষয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন জানান, পারিবারিক কলহের জেরে শরিফ তার চাচাকে ছুরিকাঘাত করে। শনিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় ওমর ফারুক মারা যায়। লাশ ময়নাতদন্ত শেষে নিহতের পরিবারের করা হস্তান্তর করা হবে। ঘটনার পর থেকে ঘাতক শরীফ পলাতক রয়েছে। তাঁকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং এ ব্যাপারে কচুয়া থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
কুমিল্লা জেলার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে ১ কোটি ১৫ লাখ ৫১ হাজার টাকার অবৈধ ভারতীয় পোশাক ও মোবাইল ডিসপ্লে জব্দ করেছে বিজিবি। রোববার (১৯ অক্টোবর) দুপুরে বিষয়টি জানান কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ।
৯ মিনিট আগেকুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ডিগ্রি কলেজে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার ফল বিপর্যয়ের কারণে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। এর জেরে এবং নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে ওই কলেজের অধ্যক্ষ হুমায়ুন কবিরের পদত্যাগের দাবিতে ক্লাস বর্জন করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
১১ মিনিট আগেকুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত চারজন আহত হয়েছেন। সংঘর্ষের সময় অবৈধ অস্ত্র প্রদর্শনের অভিযোগ করেছেন প্রত্যক্ষদর্শীরা।
১ ঘণ্টা আগেসুন্দরবনের দুবলার চরে তিন দিনব্যাপী রাসপূর্ণিমা উৎসব আগামী ৩ নভেম্বর শুরু হচ্ছে। পুণ্যস্নানের জন্য সনাতন ধর্মাবলম্বী ও দর্শনার্থীদের যাতায়াতে বন বিভাগ পাঁচটি পথ (রুট) নির্ধারণ করেছে। এ সময় হরিণ মারার ফাঁদসহ বিভিন্ন দ্রব্য বহন নিষিদ্ধ করা হয়েছে।
১ ঘণ্টা আগে