Ajker Patrika

কচুয়া উপজেলা হাসপাতালে অ্যাম্বুলেন্স হস্তান্তর

অনলাইন ডেস্ক
আপডেট : ২৬ জুলাই ২০২২, ১৬: ১৯
Thumbnail image

স্থানীয় জনগণের স্বাস্থ্যসেবার মানোন্নয়নের লক্ষ্যে চাঁদপুরের কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে সরকারের পক্ষ থেকে একটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স প্রদান করা হয়েছে। গত ১২ জুন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবের কাছে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে একটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্সের জন্য আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে অ্যাম্বুলেন্স প্রদান করে স্বাস্থ্য মন্ত্রণালয়। 

এই উপলক্ষে গতকাল রোববার কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক অনাড়ম্বর অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা এবং তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ শেখ হাসিনা সরকারের উপহার হিসেবে অ্যাম্বুলেন্সটির কার্যক্রম উদ্বোধন করেন। 

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কচুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজন কুমার দাস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটোয়ারী, সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিন চৌধুরী সোহাগ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুব আলম, কচুয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রিয়তোষ পোদ্দার, জেলা পরিষদের সদস্য সালাউদ্দিন ভূঁইয়া, স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ওমর ফারুক রায়হান, সিনিয়র স্টাফ নার্স তাসনিমা, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সালাউদ্দিন সরকার প্রমুখ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত