সিয়াম ও সাফার নতুন সিরিজ ‘টিকিট’
ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে আসতে যাচ্ছে মোহাম্মদ নাজিম উদ্দিনের গল্প অবলম্বনে ভিকি জাহেদের পরিচালনায় চরকি অরিজিনাল সিরিজ ‘টিকিট’। সিয়াম আহমেদ, সাফা কবির, মনোজ প্রামাণিকসহ এই সিরিজে আছেন আবদুল্লাহ আল সেন্টু, জয়রাজ, এ কে আজাদ সেতু, মাহমুদ আলম, বাদল শহীদ, মার্শিয়া শাওন, রেজান শোভন, জান্নাতুল ফেরদৌস রাইসা,