বিনোদন ডেস্ক
জুনিয়র আর্টিস্ট থেকে ‘পঞ্চায়েত’-এর মতো ওয়েব সিরিজের পছন্দের চরিত্র হয়ে ওঠার জার্নিটা সহজ ছিল না অভিনেতা আসিফ খানের কাছে। অভিনেতা হওয়ার স্বপ্ন নিয়ে মুম্বাইয়ে পা রাখা আসিফ একসময় হোটেলে ওয়েটারের কাজ করতেন। তিনি যে হোটেলে কাজ করতেন সেখানেই বসেছিল বলিউড দম্পতি সাইফ আলি খান এবং কারিনা কাপুরের বিয়ের অনুষ্ঠান। সাইফ-কারিনার সঙ্গে দেখা করার ইচ্ছে থাকলেও অনুমতি দেওয়া হয়নি তাঁকে। সম্প্রতি এবিপি আনকাটকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা তাঁর জার্নি ফিরে দেখলেন।
পডকাস্টে আসিফ জানান, স্ট্রাগলের সময়ে এক পাঁচতারকা হোটেলে ওয়েটারের কাজ করতেন তিনি। ২০১২ সালে যে হোটেলে অভিনেতা সাইফ ও কারিনার বিয়ে হয়েছিল, সেই হোটেলের রান্নাঘরে তখন তিনি বাসন মাজতেন।
সাইফ-কারিনার সঙ্গে দেখা করার জন্য বেশ ইচ্ছা হয়েছিল আসিফের। ম্যানেজারের কাছে অনুমতি চেয়েছিলেন আসিফ। কিন্তু ম্যানেজার তাঁকে সে অনুমতি দেননি। তিনি বলেন, ‘ওদের এত কাছে থাকা সত্ত্বেও দেখা করতে পারিনি বলে সেদিন খুব কেঁদেছিলাম’। তবে ওই দিনই আসিফের মাথায় জেদ চেপে বসে যে করেই হোক বলিউডে নিজের পথ খুঁজে বের করতে হবে।
মাসখানেক পর এক কাস্টিং এজেন্সির ম্যানেজারের সঙ্গে সাক্ষাতের সুযোগ হয় তাঁর। সেখানে নিজের চেহারা নিয়ে ‘সৎ ফিডব্যাক’ পান আসিফ। তাঁর কথায়, ‘ওই এজেন্সির ম্যানেজার আমাকে বলেছিলেন, ‘‘আমার ফিডব্যাক ব্যক্তিগতভাবে নেবেন না, আমি আপনাকে সৎ ফিডব্যাক দিচ্ছি। তোমার চেহারা আকর্ষণীয় নয়, বডি দুর্দান্ত এমনও নয়। কেউ তোমাকে কাস্ট কেন করবে?’
ওই ব্যক্তি আসিফকে প্রথমে অভিনয় শেখার পরামর্শ দিয়েছিলেন। তখনই রাজস্থান ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন আসিফ। জয়পুরের একটি থিয়েটার দলে নাম নথিভুক্ত করান। একটানা ছয় বছর থিয়েটার গ্রুপে কাজ করেন, এরপর ভাগ্য অন্বেষণের জন্য আবারও মুম্বাইয়ে পা রাখেন।
জুনিয়র শিল্পী হিসেবে সুযোগ পান আসিফ। সালমান খানের ‘রেডি’ ও হৃতিক রোশনের ‘অগ্নিপথ’ সিনেমায় দেখা গিয়েছিল তাঁকে। অর্জুন কাপুরের সঙ্গে অক্ষয় কুমার অভিনীত ‘টয়লেট এক প্রেম কথা’ এবং ‘ইন্ডিয়াস মোস্ট ওয়ান্টেড’ সিনেমাতেও অভিনয় করেছেন তিনি।
আসিফ ২০১৮ সালে মির্জাপুর দিয়ে ওটিটিতে আত্মপ্রকাশ করেন, যেখানে তিনি বাবরের অনুগত সহযোগী চরিত্রে অভিনয় করে দর্শকপ্রিয়তা পান। পঞ্চায়েত ছাড়াও ‘পাতাল লোক’, ‘জামতাড়া-সবকা নম্বর আয়েগা’ এবং ‘মির্জাপুর ২’-তেও দেখা গিয়েছে তাঁকে।
জুনিয়র আর্টিস্ট থেকে ‘পঞ্চায়েত’-এর মতো ওয়েব সিরিজের পছন্দের চরিত্র হয়ে ওঠার জার্নিটা সহজ ছিল না অভিনেতা আসিফ খানের কাছে। অভিনেতা হওয়ার স্বপ্ন নিয়ে মুম্বাইয়ে পা রাখা আসিফ একসময় হোটেলে ওয়েটারের কাজ করতেন। তিনি যে হোটেলে কাজ করতেন সেখানেই বসেছিল বলিউড দম্পতি সাইফ আলি খান এবং কারিনা কাপুরের বিয়ের অনুষ্ঠান। সাইফ-কারিনার সঙ্গে দেখা করার ইচ্ছে থাকলেও অনুমতি দেওয়া হয়নি তাঁকে। সম্প্রতি এবিপি আনকাটকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা তাঁর জার্নি ফিরে দেখলেন।
পডকাস্টে আসিফ জানান, স্ট্রাগলের সময়ে এক পাঁচতারকা হোটেলে ওয়েটারের কাজ করতেন তিনি। ২০১২ সালে যে হোটেলে অভিনেতা সাইফ ও কারিনার বিয়ে হয়েছিল, সেই হোটেলের রান্নাঘরে তখন তিনি বাসন মাজতেন।
সাইফ-কারিনার সঙ্গে দেখা করার জন্য বেশ ইচ্ছা হয়েছিল আসিফের। ম্যানেজারের কাছে অনুমতি চেয়েছিলেন আসিফ। কিন্তু ম্যানেজার তাঁকে সে অনুমতি দেননি। তিনি বলেন, ‘ওদের এত কাছে থাকা সত্ত্বেও দেখা করতে পারিনি বলে সেদিন খুব কেঁদেছিলাম’। তবে ওই দিনই আসিফের মাথায় জেদ চেপে বসে যে করেই হোক বলিউডে নিজের পথ খুঁজে বের করতে হবে।
মাসখানেক পর এক কাস্টিং এজেন্সির ম্যানেজারের সঙ্গে সাক্ষাতের সুযোগ হয় তাঁর। সেখানে নিজের চেহারা নিয়ে ‘সৎ ফিডব্যাক’ পান আসিফ। তাঁর কথায়, ‘ওই এজেন্সির ম্যানেজার আমাকে বলেছিলেন, ‘‘আমার ফিডব্যাক ব্যক্তিগতভাবে নেবেন না, আমি আপনাকে সৎ ফিডব্যাক দিচ্ছি। তোমার চেহারা আকর্ষণীয় নয়, বডি দুর্দান্ত এমনও নয়। কেউ তোমাকে কাস্ট কেন করবে?’
ওই ব্যক্তি আসিফকে প্রথমে অভিনয় শেখার পরামর্শ দিয়েছিলেন। তখনই রাজস্থান ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন আসিফ। জয়পুরের একটি থিয়েটার দলে নাম নথিভুক্ত করান। একটানা ছয় বছর থিয়েটার গ্রুপে কাজ করেন, এরপর ভাগ্য অন্বেষণের জন্য আবারও মুম্বাইয়ে পা রাখেন।
জুনিয়র শিল্পী হিসেবে সুযোগ পান আসিফ। সালমান খানের ‘রেডি’ ও হৃতিক রোশনের ‘অগ্নিপথ’ সিনেমায় দেখা গিয়েছিল তাঁকে। অর্জুন কাপুরের সঙ্গে অক্ষয় কুমার অভিনীত ‘টয়লেট এক প্রেম কথা’ এবং ‘ইন্ডিয়াস মোস্ট ওয়ান্টেড’ সিনেমাতেও অভিনয় করেছেন তিনি।
আসিফ ২০১৮ সালে মির্জাপুর দিয়ে ওটিটিতে আত্মপ্রকাশ করেন, যেখানে তিনি বাবরের অনুগত সহযোগী চরিত্রে অভিনয় করে দর্শকপ্রিয়তা পান। পঞ্চায়েত ছাড়াও ‘পাতাল লোক’, ‘জামতাড়া-সবকা নম্বর আয়েগা’ এবং ‘মির্জাপুর ২’-তেও দেখা গিয়েছে তাঁকে।
ঢাকা ক্যাপিটালসের প্রথম ম্যাচের মতো শেষ ম্যাচেও মাঠে উপস্থিত ছিলেন শাকিব খান। তবে দুই ম্যাচেই মাঠে বসে নিজ দলের হার দেখতে হলো তাঁকে।
৫ ঘণ্টা আগেগত শুক্রবার রাতে গুলশানের একটি পাঁচতারকা হোটেলে গান গাওয়ার সময় মঞ্চেই অসুস্থ হয়ে পড়েন সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। এখন তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন বলে জানিয়েছেন তাঁর মেয়ে বাঁধন।
১৩ ঘণ্টা আগেসিনেমা অনবদ্য অভিনয়, নির্মাণ, প্রযোজনার পাশাপাশি ব্যক্তিগত জীবন ও সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে অন্যরকম জনপ্রিয়তা রয়েছে মিস্টার পারফেকশনিস্ট খ্যাত বলিউড তারকা আমীর খান। প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গে এখনো বন্ধুত্বপূর্ণ ও শ্রদ্ধাশীল সম্পর্ক রয়েছে তাঁর। সম্প্রতি তাঁর মায়ের জন্মদিনে অন্য স্বজন...
১৭ ঘণ্টা আগেআজ শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। নতুন বইয়ের গন্ধে বইপ্রেমীরা মেতে উঠবে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে। প্রতিবছরই মেলায় খ্যাতিমান লেখকদের বই যেমন প্রকাশিত হয়, তেমনি তরুণ লেখকদের বইও আসে। পাশাপাশি শোবিজ তারকারাও উপহার দেন তাঁদের লেখা বই। সেই ধারাবাহিকতায় এ বছরও আসছে বেশ কজন তারকার নতুন..
১৭ ঘণ্টা আগে