বিনোদন ডেস্ক
সঞ্জয় লীলা বানসালির ‘হীরামান্ডি’ সিরিজে অভিনয় করে এখন আলোচনার কেন্দ্রে অদিতি রাও হায়দারি। নেটফ্লিক্সের এ সিরিজে তাঁকে দেখা গেছে মল্লিকাজানের বড় মেয়ে বিবোজানের চরিত্রে। অন্যদিকে একই সিরিজে অভিনয় করে প্রশংসার বদলে কেবল সমালোচনাই কুড়িয়েছেন শারমিন সেহগাল।
হীরামান্ডিতে অদিতির ছোট বোনের চরিত্রে শারমিনের অভিনয় নিয়ে অনেকেই ট্রোল করেছেন। বানসালির ভাগ্নি হওয়ার কারণেই কি এতে সুযোগ পেয়েছেন শারমিন? এমন প্রশ্ন তুলেছেন অনেকে। এ আলোচনা যখন তুঙ্গে, তখন অদিতি রাও হায়দারিকে ‘স্কুল গার্ল’ বলে আরো একবার নেটিজেনদের সমালোচনার মুখে পড়েছেন শারমিন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে শারমিন বলেন, ‘অদিতি হচ্ছে স্কুলের বাচ্চাদের মতো। শিক্ষক বলবেন, তোমাকে এই সময়ে হোমওয়ার্ক জমা দিতে হবে। অদিতি ঠিক সেটাই করবে। একচুলও নড়চড় হবে না। এমনকি যত শব্দে হোমওয়ার্ক করতে বলবেন শিক্ষক, অদিতি একটি শব্দও কমবেশি করবে না। অদিতি এমনই। তার মতে, সবাই সেটে দেরি করে আর সে-ই শুধু সময়মতো আসে।’ শারমিনের এমন মন্তব্যে খেপেছেন অদিতির ভক্তরা। অনেকের অভিযোগ, অদিতির নিয়মানুবর্তিতা ও পেশাদারত্বের প্রতি ঈর্ষান্বিত হয়ে এমন কথা বলেছেন শারমিন। তাছাড়া একজন সিনিয়র অভিনেত্রীর সম্পর্কে কীভাবে কথা বলতে হয়, সেটা শারমিনের শেখ উচিত বলে মন্তব্য করেছেন অনেকে।
কিছুদিন আগে হীরামান্ডি সিরিজের আরেক অভিনেত্রী সানজিদা শেখকে ‘বহিরাগত’ বলে কটাক্ষের মুখে পড়েছিলেন শারমিন সেহগাল। সানজিদা বলেছিলেন, ‘সঞ্জয় লীলা বানসালি পারফেকশনিস্ট। কোনো কিছুই তিনি মাঝারি মানের চান না। সবই হতে হবে সেরা।’ এর পর সানজিদাকে খোঁচা দিয়ে শারমিন বলেছিলেন, ‘বানসালি সম্পর্কে পারফেকশনিস্ট কথাটা খুবই সাধারণ একটি শব্দ। তিনি (সানজিদা) বহিরাগত, বানসালির সঙ্গে আগে কাজ করেননি বলেই হয়তো এভাবে বলেছেন।’ সানজিদা সম্পর্কে শারমিনের এমন মন্তব্যও ভালো লাগেনি দর্শকদের। অনেকেই শারমিনকে অহংকারী বলে আখ্যা দিয়েছেন।
হীরামান্ডিতে শারমিন সেহগাল আছেন মল্লিকাজানের ছোট মেয়ে আলমজেবের চরিত্রে। এটি এমন এক চরিত্র, যে হীরামান্ডির গণ্ডি থেকে বেরোতে চায়। কবি হতে চায়। এ চরিত্রে শারমিনের অভিনয় প্রশংসা পায়নি একেবারেই। অভিযোগ উঠেছিল, নিজের ভাগ্নি বলেই এত গুরুত্বপূর্ণ চরিত্রে শারমিনকে কাস্ট করেছেন বানসালি। এ অভিযোগ অস্বীকার করে বানসালি বলেছেন, ‘শারমিন আমার বোনের মেয়ে, এজন্য ওকে কাস্ট করেছি, তা নয়। সবার মতো তাকেও নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়েছে। একাধিকবার অডিশন দিতে হয়েছে।’
সঞ্জয় লীলা বানসালির ‘হীরামান্ডি’ সিরিজে অভিনয় করে এখন আলোচনার কেন্দ্রে অদিতি রাও হায়দারি। নেটফ্লিক্সের এ সিরিজে তাঁকে দেখা গেছে মল্লিকাজানের বড় মেয়ে বিবোজানের চরিত্রে। অন্যদিকে একই সিরিজে অভিনয় করে প্রশংসার বদলে কেবল সমালোচনাই কুড়িয়েছেন শারমিন সেহগাল।
হীরামান্ডিতে অদিতির ছোট বোনের চরিত্রে শারমিনের অভিনয় নিয়ে অনেকেই ট্রোল করেছেন। বানসালির ভাগ্নি হওয়ার কারণেই কি এতে সুযোগ পেয়েছেন শারমিন? এমন প্রশ্ন তুলেছেন অনেকে। এ আলোচনা যখন তুঙ্গে, তখন অদিতি রাও হায়দারিকে ‘স্কুল গার্ল’ বলে আরো একবার নেটিজেনদের সমালোচনার মুখে পড়েছেন শারমিন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে শারমিন বলেন, ‘অদিতি হচ্ছে স্কুলের বাচ্চাদের মতো। শিক্ষক বলবেন, তোমাকে এই সময়ে হোমওয়ার্ক জমা দিতে হবে। অদিতি ঠিক সেটাই করবে। একচুলও নড়চড় হবে না। এমনকি যত শব্দে হোমওয়ার্ক করতে বলবেন শিক্ষক, অদিতি একটি শব্দও কমবেশি করবে না। অদিতি এমনই। তার মতে, সবাই সেটে দেরি করে আর সে-ই শুধু সময়মতো আসে।’ শারমিনের এমন মন্তব্যে খেপেছেন অদিতির ভক্তরা। অনেকের অভিযোগ, অদিতির নিয়মানুবর্তিতা ও পেশাদারত্বের প্রতি ঈর্ষান্বিত হয়ে এমন কথা বলেছেন শারমিন। তাছাড়া একজন সিনিয়র অভিনেত্রীর সম্পর্কে কীভাবে কথা বলতে হয়, সেটা শারমিনের শেখ উচিত বলে মন্তব্য করেছেন অনেকে।
কিছুদিন আগে হীরামান্ডি সিরিজের আরেক অভিনেত্রী সানজিদা শেখকে ‘বহিরাগত’ বলে কটাক্ষের মুখে পড়েছিলেন শারমিন সেহগাল। সানজিদা বলেছিলেন, ‘সঞ্জয় লীলা বানসালি পারফেকশনিস্ট। কোনো কিছুই তিনি মাঝারি মানের চান না। সবই হতে হবে সেরা।’ এর পর সানজিদাকে খোঁচা দিয়ে শারমিন বলেছিলেন, ‘বানসালি সম্পর্কে পারফেকশনিস্ট কথাটা খুবই সাধারণ একটি শব্দ। তিনি (সানজিদা) বহিরাগত, বানসালির সঙ্গে আগে কাজ করেননি বলেই হয়তো এভাবে বলেছেন।’ সানজিদা সম্পর্কে শারমিনের এমন মন্তব্যও ভালো লাগেনি দর্শকদের। অনেকেই শারমিনকে অহংকারী বলে আখ্যা দিয়েছেন।
হীরামান্ডিতে শারমিন সেহগাল আছেন মল্লিকাজানের ছোট মেয়ে আলমজেবের চরিত্রে। এটি এমন এক চরিত্র, যে হীরামান্ডির গণ্ডি থেকে বেরোতে চায়। কবি হতে চায়। এ চরিত্রে শারমিনের অভিনয় প্রশংসা পায়নি একেবারেই। অভিযোগ উঠেছিল, নিজের ভাগ্নি বলেই এত গুরুত্বপূর্ণ চরিত্রে শারমিনকে কাস্ট করেছেন বানসালি। এ অভিযোগ অস্বীকার করে বানসালি বলেছেন, ‘শারমিন আমার বোনের মেয়ে, এজন্য ওকে কাস্ট করেছি, তা নয়। সবার মতো তাকেও নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়েছে। একাধিকবার অডিশন দিতে হয়েছে।’
পলিটিক্যাল থ্রিলার গল্পে গোলাপ নামের সিনেমা বানাচ্ছেন সামছুল হুদা। গত মাসের শেষ দিকে এ সিনেমার নায়ক নিরব হোসেনের ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে ঘোষণা দেওয়া হয়েছিল সিনেমার। তবে জানানো হয়নি নায়িকার নাম। অবশেষে জানা গেল গোলাপে নিরবের নায়িকা হচ্ছেন পরীমণি।
৩ ঘণ্টা আগেপ্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে যাচ্ছেন নাট্যজন মামুনুর রশীদ। তাঁর বিভিন্ন নাট্যকর্মে সমাজতাত্ত্বিক, রাজনৈতিক দর্শন ও শিল্পদর্শন একীভূত হয়েছে। নাট্যচর্চার পাশাপাশি নিয়মিত লেখালেখি করেন তিনি। প্রবন্ধ, উপন্যাসের পাশাপাশি নিয়মিত পত্রিকায়ও প্রকাশ হয় তাঁর লেখা। আজকের পত্রিকায় লেখা তাঁর...
৩ ঘণ্টা আগেঅস্কারের ৯৭তম আসরটি ‘এমিলিয়া পেরেজ’ময়। সেরা সিনেমা, সেরা অভিনেত্রীসহ ১৩টি বিভাগে মনোনয়ন পেয়েছে ফরাসি সিনেমাটি। ইতিহাস সৃষ্টি করেছেন এমিলিয়া পেরেজের অন্যতম কান্ডারি কার্লা সোফিয়া গ্যাসকন। ট্রান্সজেন্ডার হিসেবে অস্কারে তিনিই প্রথম পেলেন মনোনয়ন। সেরা অভিনেত্রীর পুরস্কারটি তিনিই পাবেন, এমন আলোচনা...
৩ ঘণ্টা আগেঢাকা ক্যাপিটালসের প্রথম ম্যাচের মতো শেষ ম্যাচেও মাঠে উপস্থিত ছিলেন শাকিব খান। তবে দুই ম্যাচেই মাঠে বসে নিজ দলের হার দেখতে হলো তাঁকে।
১৩ ঘণ্টা আগে