গত বছর মুক্তি পেয়েছিল ওয়েব সিরিজ ‘বুকের মধ্যে আগুন’। চলচ্চিত্রের এক নায়কের হত্যা রহস্য উদ্ঘাটনে নামে পুলিশ কর্মকর্তা গোলাম মামুন। এবার নির্মিত হয়েছে বুকের মধ্যে আগুনের স্পিনঅফ ‘গোলাম মামুন’। অপরাধীকে আইনের আওতায় আনা পুলিশ কর্মকর্তা গোলাম মামুন এবার নিজেই অপরাধী। নিজেকে নির্দোষ দাবি করলেও কেউ তার কথা বিশ্বাস করছে না। আইন ভেঙে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পালিয়ে বেড়াতে হচ্ছে মামুনকে। গোলাম মামুন চরিত্রে যথারীতি আছেন জিয়াউল ফারুক অপূর্ব। তবে বদলে গেছে পরিচালক। বুকের মধ্যে আগুন বানিয়েছিলেন তানিম রহমান অংশু। এবার পরিচালকের চেয়ারে বসেছেন শিহাব শাহীন।
প্রথমে এই সিরিজটি নিয়ে দ্বিধায় ছিলেন শিহাব শাহীন। নির্মাতা বলেন, ‘অন্য আরেকজন নির্মাতার সিরিজ থেকে স্পিনঅফ নির্মাণ করাটা অবশ্যই চ্যালেঞ্জের। আমাকে যখন সিরিজটি নির্মাণের প্রস্তাব দেওয়া হলো আমি দ্বিধায় ছিলাম। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে কয়েকবার অনুরোধ করার পর নির্মাতা তানিম রহমান অংশুর সঙ্গে কথা বলি এবং সে সম্মতি দেয়। এরপরই কাজটা করি। গোলাম মামুন একদমই নতুন গল্প, নতুন সিরিজ। আগের সিরিজ থেকে শুধু চরিত্রটি নিয়েছি এবং সেটাকে আমার মতো করে নির্মাণ করেছি।’
শিহাব শাহীন আরও বলেন, ‘এখানে যাঁরা অভিনয় করেছেন প্রত্যেকেই দারুণভাবে আমার প্রত্যাশা পূরণ করেছেন। কারও প্রতি অভিযোগের আঙুল তোলার সুযোগ রাখেননি কেউ। অপূর্বর কথা বলি, সে তার দুই শত ভাগ অ্যাফোর্ট দিয়ে কাজটি করেছে। ট্রেনিং, রিহার্সাল এবং শুটিংয়ের পেছনে যে পরিমাণ সময় দিয়েছে, খেটেছে সেটা অভাবনীয়। সবাই তাদের সাধ্যমতো প্রাণবন্ত সময় এবং অ্যাফোর্ট দিয়েছেন।’
গোলাম মামুন সিরিজে অপূর্বের সঙ্গে আছেন সাবিলা নূর। তিনিও অভিনয় করেছেন পুলিশ কর্মকর্তার চরিত্রে। আরও অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ, সুষমা সরকার, শার্লিন ফারজানা, নাজমুস সাকিব, রাশেদ মামুন অপু, সিরাজ প্রমুখ। আজ ওটিটি প্লাটফর্ম হইচইয়ে মুক্তি পেয়েছে আট পর্বের এই সিরিজটি।
গত বছর মুক্তি পেয়েছিল ওয়েব সিরিজ ‘বুকের মধ্যে আগুন’। চলচ্চিত্রের এক নায়কের হত্যা রহস্য উদ্ঘাটনে নামে পুলিশ কর্মকর্তা গোলাম মামুন। এবার নির্মিত হয়েছে বুকের মধ্যে আগুনের স্পিনঅফ ‘গোলাম মামুন’। অপরাধীকে আইনের আওতায় আনা পুলিশ কর্মকর্তা গোলাম মামুন এবার নিজেই অপরাধী। নিজেকে নির্দোষ দাবি করলেও কেউ তার কথা বিশ্বাস করছে না। আইন ভেঙে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পালিয়ে বেড়াতে হচ্ছে মামুনকে। গোলাম মামুন চরিত্রে যথারীতি আছেন জিয়াউল ফারুক অপূর্ব। তবে বদলে গেছে পরিচালক। বুকের মধ্যে আগুন বানিয়েছিলেন তানিম রহমান অংশু। এবার পরিচালকের চেয়ারে বসেছেন শিহাব শাহীন।
প্রথমে এই সিরিজটি নিয়ে দ্বিধায় ছিলেন শিহাব শাহীন। নির্মাতা বলেন, ‘অন্য আরেকজন নির্মাতার সিরিজ থেকে স্পিনঅফ নির্মাণ করাটা অবশ্যই চ্যালেঞ্জের। আমাকে যখন সিরিজটি নির্মাণের প্রস্তাব দেওয়া হলো আমি দ্বিধায় ছিলাম। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে কয়েকবার অনুরোধ করার পর নির্মাতা তানিম রহমান অংশুর সঙ্গে কথা বলি এবং সে সম্মতি দেয়। এরপরই কাজটা করি। গোলাম মামুন একদমই নতুন গল্প, নতুন সিরিজ। আগের সিরিজ থেকে শুধু চরিত্রটি নিয়েছি এবং সেটাকে আমার মতো করে নির্মাণ করেছি।’
শিহাব শাহীন আরও বলেন, ‘এখানে যাঁরা অভিনয় করেছেন প্রত্যেকেই দারুণভাবে আমার প্রত্যাশা পূরণ করেছেন। কারও প্রতি অভিযোগের আঙুল তোলার সুযোগ রাখেননি কেউ। অপূর্বর কথা বলি, সে তার দুই শত ভাগ অ্যাফোর্ট দিয়ে কাজটি করেছে। ট্রেনিং, রিহার্সাল এবং শুটিংয়ের পেছনে যে পরিমাণ সময় দিয়েছে, খেটেছে সেটা অভাবনীয়। সবাই তাদের সাধ্যমতো প্রাণবন্ত সময় এবং অ্যাফোর্ট দিয়েছেন।’
গোলাম মামুন সিরিজে অপূর্বের সঙ্গে আছেন সাবিলা নূর। তিনিও অভিনয় করেছেন পুলিশ কর্মকর্তার চরিত্রে। আরও অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ, সুষমা সরকার, শার্লিন ফারজানা, নাজমুস সাকিব, রাশেদ মামুন অপু, সিরাজ প্রমুখ। আজ ওটিটি প্লাটফর্ম হইচইয়ে মুক্তি পেয়েছে আট পর্বের এই সিরিজটি।
১৯৯৮ সালে মুক্তি পেয়েছিল বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ‘হঠাৎ বৃষ্টি’। সিনেমাটি প্রথম প্রদর্শিত হয় টেলিভিশনে। এরপর সিনেমা হলে মুক্তি পেয়েও রেকর্ড পরিমাণ ব্যবসা করে। সিনেমার গল্পে দর্শক যেভাবে মুগ্ধ হয়েছেন, গানগুলোও পেয়েছিল জনপ্রিয়তা।
২ ঘণ্টা আগেনাটকে অভিনয় কমিয়ে দিয়েছেন অভিনেতা, নাট্যকার ও নাট্যনির্দেশক আবুল হায়াত। ভালো গল্প ও চরিত্র পেলে কাজ করতে চান তিনি। এ বিষয়ে তিনি বলেন, ‘এখন আগের মতো টানা কাজ করার আগ্রহ পাই না। বয়স বেড়েছে; শরীরটাকে বিশ্রাম দেওয়া দরকার।
২ ঘণ্টা আগেশুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘তেল ছাড়া পরোটা’। সমাজের নীতিমান ও নীতিহীন মানুষের গল্পে ধারাবাহিকটি রচনা ও পরিচালনা করেছেন কচি খন্দকার। আগামী ৭ আগস্ট থেকে মাছরাঙা টেলিভিশনে প্রচার করা হবে ধারাবাহিকটি। প্রচারিত হবে সপ্তাহের রবি থেকে বৃহস্পতিবার রাত ৮টায়।
২ ঘণ্টা আগেএক যুগের বেশি সময় ধরে বলিউডে কাজ করছেন আলিয়া ভাট। শুরুটা হয়েছিল ২০১২ সালে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ সিনেমা দিয়ে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। উপহার দিয়েছেন ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’, ‘রাজি’র মতো সিনেমা।
২ ঘণ্টা আগে