গত বছর মুক্তি পেয়েছিল ওয়েব সিরিজ ‘বুকের মধ্যে আগুন’। চলচ্চিত্রের এক নায়কের হত্যা রহস্য উদ্ঘাটনে নামে পুলিশ কর্মকর্তা গোলাম মামুন। এবার নির্মিত হয়েছে বুকের মধ্যে আগুনের স্পিনঅফ ‘গোলাম মামুন’। অপরাধীকে আইনের আওতায় আনা পুলিশ কর্মকর্তা গোলাম মামুন এবার নিজেই অপরাধী। নিজেকে নির্দোষ দাবি করলেও কেউ তার কথা বিশ্বাস করছে না। আইন ভেঙে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পালিয়ে বেড়াতে হচ্ছে মামুনকে। গোলাম মামুন চরিত্রে যথারীতি আছেন জিয়াউল ফারুক অপূর্ব। তবে বদলে গেছে পরিচালক। বুকের মধ্যে আগুন বানিয়েছিলেন তানিম রহমান অংশু। এবার পরিচালকের চেয়ারে বসেছেন শিহাব শাহীন।
প্রথমে এই সিরিজটি নিয়ে দ্বিধায় ছিলেন শিহাব শাহীন। নির্মাতা বলেন, ‘অন্য আরেকজন নির্মাতার সিরিজ থেকে স্পিনঅফ নির্মাণ করাটা অবশ্যই চ্যালেঞ্জের। আমাকে যখন সিরিজটি নির্মাণের প্রস্তাব দেওয়া হলো আমি দ্বিধায় ছিলাম। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে কয়েকবার অনুরোধ করার পর নির্মাতা তানিম রহমান অংশুর সঙ্গে কথা বলি এবং সে সম্মতি দেয়। এরপরই কাজটা করি। গোলাম মামুন একদমই নতুন গল্প, নতুন সিরিজ। আগের সিরিজ থেকে শুধু চরিত্রটি নিয়েছি এবং সেটাকে আমার মতো করে নির্মাণ করেছি।’
শিহাব শাহীন আরও বলেন, ‘এখানে যাঁরা অভিনয় করেছেন প্রত্যেকেই দারুণভাবে আমার প্রত্যাশা পূরণ করেছেন। কারও প্রতি অভিযোগের আঙুল তোলার সুযোগ রাখেননি কেউ। অপূর্বর কথা বলি, সে তার দুই শত ভাগ অ্যাফোর্ট দিয়ে কাজটি করেছে। ট্রেনিং, রিহার্সাল এবং শুটিংয়ের পেছনে যে পরিমাণ সময় দিয়েছে, খেটেছে সেটা অভাবনীয়। সবাই তাদের সাধ্যমতো প্রাণবন্ত সময় এবং অ্যাফোর্ট দিয়েছেন।’
গোলাম মামুন সিরিজে অপূর্বের সঙ্গে আছেন সাবিলা নূর। তিনিও অভিনয় করেছেন পুলিশ কর্মকর্তার চরিত্রে। আরও অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ, সুষমা সরকার, শার্লিন ফারজানা, নাজমুস সাকিব, রাশেদ মামুন অপু, সিরাজ প্রমুখ। আজ ওটিটি প্লাটফর্ম হইচইয়ে মুক্তি পেয়েছে আট পর্বের এই সিরিজটি।
গত বছর মুক্তি পেয়েছিল ওয়েব সিরিজ ‘বুকের মধ্যে আগুন’। চলচ্চিত্রের এক নায়কের হত্যা রহস্য উদ্ঘাটনে নামে পুলিশ কর্মকর্তা গোলাম মামুন। এবার নির্মিত হয়েছে বুকের মধ্যে আগুনের স্পিনঅফ ‘গোলাম মামুন’। অপরাধীকে আইনের আওতায় আনা পুলিশ কর্মকর্তা গোলাম মামুন এবার নিজেই অপরাধী। নিজেকে নির্দোষ দাবি করলেও কেউ তার কথা বিশ্বাস করছে না। আইন ভেঙে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পালিয়ে বেড়াতে হচ্ছে মামুনকে। গোলাম মামুন চরিত্রে যথারীতি আছেন জিয়াউল ফারুক অপূর্ব। তবে বদলে গেছে পরিচালক। বুকের মধ্যে আগুন বানিয়েছিলেন তানিম রহমান অংশু। এবার পরিচালকের চেয়ারে বসেছেন শিহাব শাহীন।
প্রথমে এই সিরিজটি নিয়ে দ্বিধায় ছিলেন শিহাব শাহীন। নির্মাতা বলেন, ‘অন্য আরেকজন নির্মাতার সিরিজ থেকে স্পিনঅফ নির্মাণ করাটা অবশ্যই চ্যালেঞ্জের। আমাকে যখন সিরিজটি নির্মাণের প্রস্তাব দেওয়া হলো আমি দ্বিধায় ছিলাম। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে কয়েকবার অনুরোধ করার পর নির্মাতা তানিম রহমান অংশুর সঙ্গে কথা বলি এবং সে সম্মতি দেয়। এরপরই কাজটা করি। গোলাম মামুন একদমই নতুন গল্প, নতুন সিরিজ। আগের সিরিজ থেকে শুধু চরিত্রটি নিয়েছি এবং সেটাকে আমার মতো করে নির্মাণ করেছি।’
শিহাব শাহীন আরও বলেন, ‘এখানে যাঁরা অভিনয় করেছেন প্রত্যেকেই দারুণভাবে আমার প্রত্যাশা পূরণ করেছেন। কারও প্রতি অভিযোগের আঙুল তোলার সুযোগ রাখেননি কেউ। অপূর্বর কথা বলি, সে তার দুই শত ভাগ অ্যাফোর্ট দিয়ে কাজটি করেছে। ট্রেনিং, রিহার্সাল এবং শুটিংয়ের পেছনে যে পরিমাণ সময় দিয়েছে, খেটেছে সেটা অভাবনীয়। সবাই তাদের সাধ্যমতো প্রাণবন্ত সময় এবং অ্যাফোর্ট দিয়েছেন।’
গোলাম মামুন সিরিজে অপূর্বের সঙ্গে আছেন সাবিলা নূর। তিনিও অভিনয় করেছেন পুলিশ কর্মকর্তার চরিত্রে। আরও অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ, সুষমা সরকার, শার্লিন ফারজানা, নাজমুস সাকিব, রাশেদ মামুন অপু, সিরাজ প্রমুখ। আজ ওটিটি প্লাটফর্ম হইচইয়ে মুক্তি পেয়েছে আট পর্বের এই সিরিজটি।
বিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাচের মঞ্চে মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি জুটি হয়েছিলেন আগে। এবার এই জুটিকে প্রথমবারের মতো দেখা যাবে বড় পর্দায়। সরকারি অনুদানের ‘দেনাপাওনা’ সিনেমায় অভিনয় করবেন তাঁরা।
২ ঘণ্টা আগেঅত ভালো ছাত্র ছিলেন না সুরিয়া। টেনেটুনে পাস করতেন। ফেল ছিল তাঁর নিত্যসঙ্গী। সেই গড়পড়তা ছাত্র এখন হাজারো শিক্ষার্থীর ভরসা। ২০০৬ সালে তামিল এই অভিনেতা গড়ে তোলেন আগারাম ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি থেকে তামিলনাড়ুর প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করেন তি
২ ঘণ্টা আগেএকসময় টিভি নাটকে ছিল পারিবারিক গল্পের রাজত্ব। মাঝে প্রেম আর কমেডি গল্পের ভিড়ে হারিয়ে যেতে বসেছিল এই ধরনের নাটক। সংখ্যায় কম হলেও সম্প্রতি আবার ফিরছে পারিবারিক গল্পের নাটক। গত বছরের শেষ দিকে কে এম সোহাগ রানা শুরু করেন ‘দেনা পাওনা’ নামের ধারাবাহিকের কাজ। শুরুতে ইউটিউবে ৮ পর্বের মিনি সিরিজ হিসেবে পরিকল্
২ ঘণ্টা আগেকালজয়ী রূপকথা ‘স্নো হোয়াইট’কে নতুনভাবে পর্দায় নিয়ে এসেছে ডিজনি। প্রায় ২৭০ মিলিয়ন ডলার বাজেটে তৈরি হয়েছে স্নো হোয়াইট। ডিজনির অন্যতম ব্যয়বহুল এই মিউজিক্যাল ফ্যান্টাসি মুক্তির আগে থেকেই নানা বিতর্কে জড়িয়েছিল। গত ২১ মার্চে মুক্তির পর বিতর্ক বেড়েছে আরও।
২ ঘণ্টা আগে