মায়ের গল্পে নুহাশের সিরিজ
ভৌতিক গল্প নিয়ে নুহাশ হুমায়ূন বানিয়েছিলেন অ্যান্থলজি ওয়েব সিরিজ ‘পেটকাটা ষ’। ‘এই বিল্ডিংয়ে মেয়ে নিষেধ’, ‘মিষ্টি কিছু’, ‘লোকে বলে’ ও ‘নিশির ডাক’—এই চারটি গল্প নিয়ে তৈরি সিরিজটি প্রশংসিত হয়েছিল। নুহাশ এখন ব্যস্ত সিরিজের দ্বিতীয় সিজন নিয়ে।