বিনোদন ডেস্ক
প্রতি সপ্তাহেই নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। সপ্তাহজুড়ে বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খবর থাকছে এই প্রতিবেদনে।
এ সপ্তাহের ওটিটি
শরতের জবা (বাংলা সিনেমা)
অভিনয়: কুসুম শিকদার, ইয়াশ রোহান
মুক্তি: ১২ ডিসেম্বর, আইস্ক্রিন
গল্পসংক্ষেপ: একজন একাকী নারীর রহস্যময় জীবনের গল্প ‘শরতের জবা’। অতৃপ্ত প্রেম, আঘাতের পর আঘাত এবং কিছু অপ্রত্যাশিত মৃত্যু জবার জীবনে নানা সময়ে নানা প্রশ্নের জন্ম দেয়। জবা কি আসলেই খুনি, নাকি অদৃশ্য কোনো শক্তি রয়েছে তার সঙ্গে? এমন থ্রিলার গল্পে নির্মিত সিনেমা শরতের জবা।
মিসম্যাচ: সিজন ৩ (হিন্দি সিরিজ)
অভিনয়: প্রাজক্তা কলি, রোহিত শরাফ, রণবিজয় সিংহ
মুক্তি: ১৩ ডিসেম্বর, নেটফ্লিক্স
গল্পসংক্ষেপ: ‘মিসম্যাচ সিজন টু’ মুক্তির প্রায় দুই বছর পর আসছে নতুন সিজন। বিশ্ববিদ্যালয়ে পড়া ডিম্পল ও ঋষি জয়পুরের ক্যাম্পাস ছেড়ে চলে আসে হায়দরাবাদ ক্যাম্পাসে। এখানে দুজনের সম্পর্কে আসে উত্থান-পতন। ঋষির সঙ্গে বন্ধুত্ব হয় আনমলের। দুজনে কাজ শুরু করে একই প্রতিষ্ঠানে। অন্যদিকে বদলে যেতে থাকে ক্রিস ও সেলিনার সম্পর্ক। পেশাগত জীবনের হাতছানিতে পরিবর্তন আসতে থাকে প্রতিটি চরিত্রে। প্রেমের পাশাপাশি কঠিন বাস্তবতার মুখোমুখি হতে থাকে তারা।
এলটন জন: নেভার টু লেট (তথ্যচিত্র)
অভিনয়: এলটন জন
মুক্তি: ১৩ ডিসেম্বর, ডিজনি প্লাস
গল্পসংক্ষেপ: ১৯৭০ থেকে ১৯৭৫ সালের মধ্যে ১৩টি সলো অ্যালবাম প্রকাশিত হয় সংগীতশিল্পী এলটন জনের। একের পর এক হিট গান ও অ্যালবাম দিয়ে কারিয়ারের শুরুতে হইচই ফেলে দেন জন। শুরু হয় কনসার্ট। সেখানেও মানুষের উপচে পড়া ভিড়। জনের সর্বশেষ ইয়েলো ব্রিক রোড ট্যুর পর্যন্ত এসেছে তথ্যচিত্রে। জুড়ে দেওয়া হয়েছে নানা কনসার্ট ও ঘটনার এক্সক্লুসিভ ভিডিও। এলটন জনের সংগীতজীবনের পুরোটা তুলে ধরার চেষ্টা হয়েছে তথ্যচিত্রটিতে।
ক্যারি অন (ইংরেজি সিনেমা)
অভিনয়: ট্যারন এগার্টন, সোফিয়া কারসন, জ্যাসন ব্যাটম্যান, ড্যানিয়েল ডেডউইলার, লোগান মার্শাল গ্রিন
মুক্তি: ১৩ ডিসেম্বর, নেটফ্লিক্স
গল্পসংক্ষেপ: বড়দিনের আগের দিন একটি ব্যস্ত বিমানবন্দরে শুরু হয় গল্প। এথান কোপেক একজন এয়ারলাইনস সিকিউরিটি গার্ড। তাঁর কাছে একটি ইয়ারবাড পাঠায় রহস্যময় এক ভ্রমণকারী। সেটা কানে লাগাতেই কথা বলা শুরু করে লোকটি। এথানকে সে বাধ্য করে বিপজ্জনক একটি ব্যাগের ফ্লাইট পারমিশন দিতে। দ্বিধায় পড়ে যায় এথান। কিন্তু গার্লফ্রেন্ডকে খুন করার হুমকি দিলে স্ক্যানিং ছাড়াই ব্যাগটি পার করে দেয় এথান। একসময় নিরপরাধ যাত্রীদের কথা ভেবে নৈতিক তাড়নায় সজাগ হয়ে ওঠে সে। শুরু হয় তাড়না, ম্যানিপুলেশন এবং বেঁচে থাকার রোমহর্ষক লড়াই।
প্রতি সপ্তাহেই নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। সপ্তাহজুড়ে বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খবর থাকছে এই প্রতিবেদনে।
এ সপ্তাহের ওটিটি
শরতের জবা (বাংলা সিনেমা)
অভিনয়: কুসুম শিকদার, ইয়াশ রোহান
মুক্তি: ১২ ডিসেম্বর, আইস্ক্রিন
গল্পসংক্ষেপ: একজন একাকী নারীর রহস্যময় জীবনের গল্প ‘শরতের জবা’। অতৃপ্ত প্রেম, আঘাতের পর আঘাত এবং কিছু অপ্রত্যাশিত মৃত্যু জবার জীবনে নানা সময়ে নানা প্রশ্নের জন্ম দেয়। জবা কি আসলেই খুনি, নাকি অদৃশ্য কোনো শক্তি রয়েছে তার সঙ্গে? এমন থ্রিলার গল্পে নির্মিত সিনেমা শরতের জবা।
মিসম্যাচ: সিজন ৩ (হিন্দি সিরিজ)
অভিনয়: প্রাজক্তা কলি, রোহিত শরাফ, রণবিজয় সিংহ
মুক্তি: ১৩ ডিসেম্বর, নেটফ্লিক্স
গল্পসংক্ষেপ: ‘মিসম্যাচ সিজন টু’ মুক্তির প্রায় দুই বছর পর আসছে নতুন সিজন। বিশ্ববিদ্যালয়ে পড়া ডিম্পল ও ঋষি জয়পুরের ক্যাম্পাস ছেড়ে চলে আসে হায়দরাবাদ ক্যাম্পাসে। এখানে দুজনের সম্পর্কে আসে উত্থান-পতন। ঋষির সঙ্গে বন্ধুত্ব হয় আনমলের। দুজনে কাজ শুরু করে একই প্রতিষ্ঠানে। অন্যদিকে বদলে যেতে থাকে ক্রিস ও সেলিনার সম্পর্ক। পেশাগত জীবনের হাতছানিতে পরিবর্তন আসতে থাকে প্রতিটি চরিত্রে। প্রেমের পাশাপাশি কঠিন বাস্তবতার মুখোমুখি হতে থাকে তারা।
এলটন জন: নেভার টু লেট (তথ্যচিত্র)
অভিনয়: এলটন জন
মুক্তি: ১৩ ডিসেম্বর, ডিজনি প্লাস
গল্পসংক্ষেপ: ১৯৭০ থেকে ১৯৭৫ সালের মধ্যে ১৩টি সলো অ্যালবাম প্রকাশিত হয় সংগীতশিল্পী এলটন জনের। একের পর এক হিট গান ও অ্যালবাম দিয়ে কারিয়ারের শুরুতে হইচই ফেলে দেন জন। শুরু হয় কনসার্ট। সেখানেও মানুষের উপচে পড়া ভিড়। জনের সর্বশেষ ইয়েলো ব্রিক রোড ট্যুর পর্যন্ত এসেছে তথ্যচিত্রে। জুড়ে দেওয়া হয়েছে নানা কনসার্ট ও ঘটনার এক্সক্লুসিভ ভিডিও। এলটন জনের সংগীতজীবনের পুরোটা তুলে ধরার চেষ্টা হয়েছে তথ্যচিত্রটিতে।
ক্যারি অন (ইংরেজি সিনেমা)
অভিনয়: ট্যারন এগার্টন, সোফিয়া কারসন, জ্যাসন ব্যাটম্যান, ড্যানিয়েল ডেডউইলার, লোগান মার্শাল গ্রিন
মুক্তি: ১৩ ডিসেম্বর, নেটফ্লিক্স
গল্পসংক্ষেপ: বড়দিনের আগের দিন একটি ব্যস্ত বিমানবন্দরে শুরু হয় গল্প। এথান কোপেক একজন এয়ারলাইনস সিকিউরিটি গার্ড। তাঁর কাছে একটি ইয়ারবাড পাঠায় রহস্যময় এক ভ্রমণকারী। সেটা কানে লাগাতেই কথা বলা শুরু করে লোকটি। এথানকে সে বাধ্য করে বিপজ্জনক একটি ব্যাগের ফ্লাইট পারমিশন দিতে। দ্বিধায় পড়ে যায় এথান। কিন্তু গার্লফ্রেন্ডকে খুন করার হুমকি দিলে স্ক্যানিং ছাড়াই ব্যাগটি পার করে দেয় এথান। একসময় নিরপরাধ যাত্রীদের কথা ভেবে নৈতিক তাড়নায় সজাগ হয়ে ওঠে সে। শুরু হয় তাড়না, ম্যানিপুলেশন এবং বেঁচে থাকার রোমহর্ষক লড়াই।
ওয়েব কনটেন্টের নিয়মিত দর্শক চিত্রাঙ্গদা সিং। এই বলিউড অভিনেত্রীর ওয়াচ লিস্টে রয়েছে সারা বিশ্বের সিনেমা-সিরিজ। বর্তমানে তিনি দেখছেন ‘ল্যান্ডম্যান’। চিত্রাঙ্গদার প্রিয় হয়ে উঠেছে সিরিজটি। অভিনেত্রী জানালেন তাঁর আরও দুই পছন্দের ওয়েব সিরিজের নাম।
৩ ঘণ্টা আগেউত্তরা সেক্টর-৪ এলাকায় নাটক ও চলচ্চিত্রের শুটিং কার্যক্রমে জারি করা নিষেধাজ্ঞা শিগগির শর্ত সাপেক্ষে প্রত্যাহার করা হতে পারে। উত্তরা কল্যাণ সমিতির পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
১৩ ঘণ্টা আগেএকজন গর্ভবতী নারীর দীর্ঘপথ পাড়ি দিয়ে বেঁচে থাকার সংগ্রাম, সাতটি দেশের অভিবাসন-পথ পেরিয়ে বেঁচে থাকার গল্প- এটি কোনো কাল্পনিক থ্রিলার নয়, বরং বাস্তবতার ওপর নির্মিত এক সিনেম্যাটিক দলিল। বাংলাদেশি নির্মাতা আজিজুল হাসান সূর্য পরিচালিত আসন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র ‘ফিল্ডস অব ফ্রিডম’ এমন এক গল্প নিয়ে এগিয়ে
১৩ ঘণ্টা আগেঅভিনয়শিল্পীদের নাম দেখে অনেকে হয়তো পরিবার নিয়ে সিরিজটি দেখার কথা ভাববেন। তবে তেমনটা না ভাবাই উত্তম। কারণ, পরিবার নিয়ে দেখতে বসলে আপনাকে পড়তে হবে বিব্রতকর পরিস্থিতিতে। আইস্ক্রিনে মুক্তি পাওয়া ‘পাপ কাহিনী’ ওয়েব সিরিজটি যেন আবার ফিরিয়ে নিয়ে গেল অশ্লীলতার অন্ধকার সময়ে।
১৪ ঘণ্টা আগে