গুলতেকিন ছাড়া হুমায়ূন বা নুহাশ কেউই এগোতে পারতেন না: নুহাশ হুমায়ূন
বিতর্কটা শুরু হয়েছিল নির্মাতা নুহাশ হুমায়ূনের দেওয়া এক সাক্ষাৎকারে সঞ্চালিকার করা একটি প্রশ্নের সূত্রে। ওই সাক্ষাৎকারে নুহাশকে প্রশ্ন করা হয়, ‘যদি আপনি নুহাশ হুমায়ূন না হতেন, হুমায়ূনপুত্র না হতেন, তাহলে কি আপনি যেখানে ছিলেন সেখানে থাকতেন বলে মনে হয়?’ প্রশ্নটি ভালো লাগেনি নুহাশের।