তবু ছেলের মন জোগাতে পারেননি মাবেয়া খাতুন
লিখে দিয়েছেন নিজের শেষ সম্বল বসতভিটাটুকুও। মাঠের জমি বিক্রি করে ছেলেকে পাঠিয়েছেন বিদেশে। বিদেশ থেকে ফিরে এসে সেই মায়ের খোঁজখবর নিচ্ছেন না মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী গ্রামের মিঠু আহম্মেদ। এক মুঠো ভাত দূরের কথা, ঠাঁই হচ্ছে না নিজের বসতভিটায়ও। বাড়ি থেকে বের করে দেওয়ায় ঘুরছেন অন্যের দ্বারে দ্বারে।