উত্তরা (ঢাকা) প্রতিনিধি
রাজধানীর তুরাগে এক পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। আহত ওই পুলিশ কর্মকর্তা হলেন তুরাগ থানার উপপরিদর্শক (এসআই) শাহিনুর মিয়া। আজ শুক্রবার রাত ৮টার দিকে তুরাগের ফুলবাড়িয়া বাজারে এ ঘটনা ঘটেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ফুলবাড়িয়ার এলাকার বাসিন্দারা জানান, ফুলবাড়িয়া বাজারে বিল্লাল হাজীর ছেলে আব্দুর রউফ এসআই শাহিনুর মিয়াকে ছুরিকাঘাত করে। পরে তাকে প্রথমে তুরাগের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে কুর্মিটোলা হাসপাতালে এবং সর্বশেষ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এদিকে গোয়েন্দা সূত্রে জানা গেছে, ফুলবাড়িয়া বাজার এলাকায় সাদা পোষাকে অভিযান চালাচ্ছিলেন এসআই শাহিন মিয়া। ওই সময় তাঁকে ছুরিকাঘাত করা হয়। তবে পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত বিস্তারিত কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এদিকে আহত এসআই শাহীন মিয়ার মুঠোফোনে যোগাযোগ করা হলে তাঁর ব্যবহৃত ফোনটি রিসিভ করেন অন্যজন। ফোনে তিনি বলেন, ‘এসআই শাহিন অসুস্থ। এখন তিনি কথা বলতে পারবেন না।’
এ বিষয়ে তুরাগ থানার ডিউটি অফিসার এসআই অনুজ কুমার সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘আমি দিনের বেলায় ডিউটি করেছি। রাত সাড়ে ৮টার দিকে থানা থেকে বের হয়েছি। তখন এসআই শাহিন মিয়াকে ছুরিকাঘাতের বিষয়টি জানতে পেরেছি। কিন্তু বিস্তারিত কিছুই জানতে পারিনি।’
এদিকে তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মওদুত হাওলাদার ও উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ মোর্শেদ আলমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। অপরদিকে উত্তরা জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মো. বদরুল হাসান মুঠোফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘এখন ব্যস্ত আছি। পরে কথা বলব।’
রাজধানীর তুরাগে এক পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। আহত ওই পুলিশ কর্মকর্তা হলেন তুরাগ থানার উপপরিদর্শক (এসআই) শাহিনুর মিয়া। আজ শুক্রবার রাত ৮টার দিকে তুরাগের ফুলবাড়িয়া বাজারে এ ঘটনা ঘটেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ফুলবাড়িয়ার এলাকার বাসিন্দারা জানান, ফুলবাড়িয়া বাজারে বিল্লাল হাজীর ছেলে আব্দুর রউফ এসআই শাহিনুর মিয়াকে ছুরিকাঘাত করে। পরে তাকে প্রথমে তুরাগের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে কুর্মিটোলা হাসপাতালে এবং সর্বশেষ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এদিকে গোয়েন্দা সূত্রে জানা গেছে, ফুলবাড়িয়া বাজার এলাকায় সাদা পোষাকে অভিযান চালাচ্ছিলেন এসআই শাহিন মিয়া। ওই সময় তাঁকে ছুরিকাঘাত করা হয়। তবে পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত বিস্তারিত কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এদিকে আহত এসআই শাহীন মিয়ার মুঠোফোনে যোগাযোগ করা হলে তাঁর ব্যবহৃত ফোনটি রিসিভ করেন অন্যজন। ফোনে তিনি বলেন, ‘এসআই শাহিন অসুস্থ। এখন তিনি কথা বলতে পারবেন না।’
এ বিষয়ে তুরাগ থানার ডিউটি অফিসার এসআই অনুজ কুমার সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘আমি দিনের বেলায় ডিউটি করেছি। রাত সাড়ে ৮টার দিকে থানা থেকে বের হয়েছি। তখন এসআই শাহিন মিয়াকে ছুরিকাঘাতের বিষয়টি জানতে পেরেছি। কিন্তু বিস্তারিত কিছুই জানতে পারিনি।’
এদিকে তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মওদুত হাওলাদার ও উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ মোর্শেদ আলমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। অপরদিকে উত্তরা জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মো. বদরুল হাসান মুঠোফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘এখন ব্যস্ত আছি। পরে কথা বলব।’
চাঁদপুর-মুন্সিগঞ্জ নৌ সীমানার মোহনপুর এলাকায় মেঘনা নদীতে দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও একজন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুন্সিগঞ্জ ও চাঁদপুর মতলব উত্তর মোহনপুরের চড় আব্দুল্লাহপুর নাছিরার চরে নদীতে এ ঘটনা ঘটে।
২ দিন আগেরাজধানীর মোহাম্মদপুরে আবারও অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে মোহাম্মদপুরের বছিলাসংলগ্ন লাউতলা এলাকার ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তত্ত্বাবধায়ক নাসিমা বেগম মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
২৮ নভেম্বর ২০২৪রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
০৮ নভেম্বর ২০২৪পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
০৭ নভেম্বর ২০২৪