ভারতীয় পুরুষদের সমস্যা আছে, ‘মলিউড মি-টু’ নিয়ে শশী থারুর
হ্যাশট্যাগ মি-টু আন্দোলনে তোলপাড় শুরু হয়েছে ভারতের ‘মলিউড’ হিসেবে পরিচিত কেরালার মালয়লম ফিল্ম ইন্ডাস্ট্রি ঘিরে। একের পর এক অভিনেত্রী মুখ খুলছেন। সিনেমার শুটিং কিংবা সেটে কখনো অভিনেতা, কখনো পরিচালক কিংবা প্রযোজকের হাতে তাঁরা কীভাবে যৌন হেনস্তার শিকার হয়েছেন—তা ফাঁস করে দিচ্ছেন অভিনেত্রীরা।