একটি ভালুক জাপানের উত্তরাঞ্চলীয় শহর আকিতার একটি সুপারমার্কেটে ঢুকে পড়ে একজন কর্মীকে আক্রমণ করে। এরপর দুই দিন ধরে ভালুকটি দোকানের মাংসের সেকশনে তাণ্ডব চালায়। এ সময় এটি কিছু তাক নষ্ট করে। শেষ পর্যন্ত ওই সুপার মার্কেট থেকেই ওটাকে ফাঁদ পেতে ধরা সম্ভব হয়।
গত শনিবার আকিতা শহরের একটি দোকানে ভালুকটি ঢুকে ৪৭ বছর বয়সী এক কর্মীকে আক্রমণ করে। যার ফলে তার মাথায় হালকা আঘাত লাগে বলে পুলিশ জানিয়েছে। আর আজ সোমবার একে আটক করা সম্ভব হয়।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এসব তথ্য নিশ্চিত করে।
এ ঘটনাটি সাম্প্রতিক সময়ে জাপানে ভালুক ও মানুষের মধ্যে বাড়তে থাকা সংঘর্ষের আরেকটি উদাহরণ। বিশেষ করে দেশটির উত্তরাঞ্চল, যেখানে পাহাড় ও ঘন বনভূমি ভালুকের জন্য আদর্শ বাসস্থান, সেখানে ভালুকের আক্রমণ দেশটির জন্য একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।
কিছু বিশেষজ্ঞ বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে ফুল ফোটা এবং পরাগায়নের সময়সূচি বদলে যাচ্ছে, যা ভালুকের স্বাভাবিক খাবারের উৎসের ক্ষতি করছে। এর ফলে তারা খাবারের সন্ধানে শহর এবং লোকালয়ে আসতে বাধ্য হচ্ছে।
ভালুকটি প্রায় ৩ ফুট লম্বা এবং কর্মীকে আক্রমণের পর দোকানের ভেতরে রয়ে গিয়েছিল। রোববার, কর্তৃপক্ষ ভালুকের অবস্থান শনাক্ত করতে একটি ড্রোন ব্যবহার করে। সুরক্ষিত পোশাক ও ঢাল হাতে পুলিশ কর্মকর্তারা প্লাস্টিক দিয়ে ঢেকে রাখা একটি প্রবেশপথ দিয়ে দোকানে প্রবেশ করেন।
ভালুকটিকে পরে গুদামে খুঁজে পাওয়া যায়। এরপর কর্মীরা একটি বাক্সে ফাঁদ তৈরি করেন, যেখানে মধু ও আপেল রাখা হয় ভালুকটিকে আকর্ষণ করার জন্য। সোমবার ভালুকটি ফাঁদে ধরা পড়ে।
আকিতা সিটি হলের একজন মুখপাত্র সিএনএনকে জানিয়েছেন, ভালুকটিকে পরে মেরে ফেলা হয়।
আকিতা অঞ্চলে ভালুকের আক্রমণ গত বছর সর্বোচ্চ সংখ্যায় পৌঁছে। এ বছরও স্বাভাবিকের তুলনায় ভালুকের আক্রমণের হার বেশি। এ ছাড়া, চলতি অর্থ বছরে (মার্চে শেষ হওয়া) ভালুকের আক্রমণে সবচেয়ে বেশি আহতের ঘটনা ও সম্পত্তির ক্ষতি হয়েছে।
একটি ভালুক জাপানের উত্তরাঞ্চলীয় শহর আকিতার একটি সুপারমার্কেটে ঢুকে পড়ে একজন কর্মীকে আক্রমণ করে। এরপর দুই দিন ধরে ভালুকটি দোকানের মাংসের সেকশনে তাণ্ডব চালায়। এ সময় এটি কিছু তাক নষ্ট করে। শেষ পর্যন্ত ওই সুপার মার্কেট থেকেই ওটাকে ফাঁদ পেতে ধরা সম্ভব হয়।
গত শনিবার আকিতা শহরের একটি দোকানে ভালুকটি ঢুকে ৪৭ বছর বয়সী এক কর্মীকে আক্রমণ করে। যার ফলে তার মাথায় হালকা আঘাত লাগে বলে পুলিশ জানিয়েছে। আর আজ সোমবার একে আটক করা সম্ভব হয়।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এসব তথ্য নিশ্চিত করে।
এ ঘটনাটি সাম্প্রতিক সময়ে জাপানে ভালুক ও মানুষের মধ্যে বাড়তে থাকা সংঘর্ষের আরেকটি উদাহরণ। বিশেষ করে দেশটির উত্তরাঞ্চল, যেখানে পাহাড় ও ঘন বনভূমি ভালুকের জন্য আদর্শ বাসস্থান, সেখানে ভালুকের আক্রমণ দেশটির জন্য একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।
কিছু বিশেষজ্ঞ বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে ফুল ফোটা এবং পরাগায়নের সময়সূচি বদলে যাচ্ছে, যা ভালুকের স্বাভাবিক খাবারের উৎসের ক্ষতি করছে। এর ফলে তারা খাবারের সন্ধানে শহর এবং লোকালয়ে আসতে বাধ্য হচ্ছে।
ভালুকটি প্রায় ৩ ফুট লম্বা এবং কর্মীকে আক্রমণের পর দোকানের ভেতরে রয়ে গিয়েছিল। রোববার, কর্তৃপক্ষ ভালুকের অবস্থান শনাক্ত করতে একটি ড্রোন ব্যবহার করে। সুরক্ষিত পোশাক ও ঢাল হাতে পুলিশ কর্মকর্তারা প্লাস্টিক দিয়ে ঢেকে রাখা একটি প্রবেশপথ দিয়ে দোকানে প্রবেশ করেন।
ভালুকটিকে পরে গুদামে খুঁজে পাওয়া যায়। এরপর কর্মীরা একটি বাক্সে ফাঁদ তৈরি করেন, যেখানে মধু ও আপেল রাখা হয় ভালুকটিকে আকর্ষণ করার জন্য। সোমবার ভালুকটি ফাঁদে ধরা পড়ে।
আকিতা সিটি হলের একজন মুখপাত্র সিএনএনকে জানিয়েছেন, ভালুকটিকে পরে মেরে ফেলা হয়।
আকিতা অঞ্চলে ভালুকের আক্রমণ গত বছর সর্বোচ্চ সংখ্যায় পৌঁছে। এ বছরও স্বাভাবিকের তুলনায় ভালুকের আক্রমণের হার বেশি। এ ছাড়া, চলতি অর্থ বছরে (মার্চে শেষ হওয়া) ভালুকের আক্রমণে সবচেয়ে বেশি আহতের ঘটনা ও সম্পত্তির ক্ষতি হয়েছে।
ভারত ও চীনের একে অপরকে শত্রু বা হুমকি হিসেবে না দেখে বরং সহযোগী হিসেবে বিবেচনা করা উচিত। দিল্লি সফরে গিয়ে এ কথা বলেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, দুই রাষ্ট্রের মধ্যে দীর্ঘ দিন ধরে চলমান উত্তেজনা কমাতে এই সফর করছেন তিনি।
৩৩ মিনিট আগেচলতি মাসে বিদ্রোহী গোষ্ঠী আইএসআইএলের হামলায় ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে ৫২ বেসামরিক নিহত হয়েছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশন মনুসকোর (এমওএনএসসিও) বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারি সংবাদমাধ্যম আল-জাজিরা। মনুসকোর তথ্য অনুযায়ী, ৯ থেকে ১৬ আগস্ট পর্যন্ত দেশটির পূর্বাঞ্চলের উত্তর কিভু প্রদেশের বেনি
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে নতুন শিক্ষাবর্ষ শুরুর আগে আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে দেখা দিয়েছে গভীর অনিশ্চয়তা ও উৎকণ্ঠা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুনরায় ক্ষমতায় ফেরার পর তার প্রশাসন অভিবাসন ও উচ্চশিক্ষা নীতিতে যেসব কড়াকড়ি পদক্ষেপ নিয়েছে, তা শুধু নীতিগত পরিবেশকে নয়—আঘাত করেছে হাজারো...
৩ ঘণ্টা আগেইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এর আগে হোয়াইট হাউসে এসে রীতিমতো অপমানিত হয়েছিলেন। পোশাক, কথাবার্তা, আচরণের কারণে মার্কিন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের ধমক খেয়েছেন তিনি।
৪ ঘণ্টা আগে