জিতেও শিরোপা হাতছাড়া নেইমারদের
এই তো ১৯ মে কিলিয়ান এমবাপ্পের গোলে মোনাকোকে ২-০ গোলে হারিয়ে টানা দুটি ফরাসি কাপ জিতেছিল প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। তখন এমবাপ্পে নিজেকে বড় সুখী মানুষ বলে দাবি করেছিলেন। কাল সেই আত্মবিশ্বাস নিয়ে ফ্রান্সিস-লে ব্লেতে ব্রেস্তের বিপক্ষে ২-০ গোলে জিতেছিল নেইমাররা। এ ম্যাচেও গোল করেছিলেন এমবাপ্পে